Advertisement
০৩ মে ২০২৪
TMC

অভিষেকের সভা নিয়েও ফের প্রকাশ্যে কোন্দল তৃণমূলে

গাংনাপুর থানার মাঝেরগ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় মাঝেরগ্রাম অঞ্চল মহিলা তৃণমূলের পক্ষ থেকে প্রস্তুতি সভা হয়।

অভিষেক বন্দোপাধ্যায়ের সভা উপলক্ষে মাঝেরগ্রামে যুব তৃণমূলের প্রস্তুতি সভা। নিজস্ব চিত্র

অভিষেক বন্দোপাধ্যায়ের সভা উপলক্ষে মাঝেরগ্রামে যুব তৃণমূলের প্রস্তুতি সভা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গাংনাপুর শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ০৯:২১
Share: Save:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে তৃণমূলের প্রস্তুতি সভা। কিন্তু একই জায়গায় এক সপ্তাহের ব্যবধানে সেই সভা করল তৃণমূলের দুই শাখা সংগঠন। এতে আবার নতুন করে দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছেন নেতারা।

গাংনাপুর থানার মাঝেরগ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় মাঝেরগ্রাম অঞ্চল মহিলা তৃণমূলের পক্ষ থেকে প্রস্তুতি সভা হয়। সেখানে জেলা সভানেত্রী বর্ণালী দে, রানাঘাট ২ নম্বর সভানেত্রী রুমা বিশ্বাস, মাঝেরগ্রাম অঞ্চলের সভানেত্রী তথা মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কি পাল-সহ অনেকে উপস্থিত ছিলেন।

আবার একই জায়গায় ৬ ডিসেম্বর মাঝেরগ্রাম অঞ্চল যুব তৃণমূলের পক্ষ থেকে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। সংগঠনের রাজ্য সম্পাদক প্রসেনজিৎ মণ্ডল, জেলা সভাপতি কৌশিক ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রাকেশ পাড়ুই-সহ অনেকে সেখানে ছিলেন। দু’টো সভাতেই উপস্থিত ছিলেন রানাঘাট ২ নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি সজল ভট্টাচার্য। তবে বাদবাকি বেশিরভাগ নেতাই দু’টোর মধ্যে কোনও একটি সভায় উপস্থিত ছিলেন। দলের বিভাজন তাতে স্পষ্ট হয়েছে। কেন একটি সভায় দুই শাখার সকলে উপস্থিত হতে পারলেন না, উঠেছে সেই প্রশ্নও।

দলের এক কর্মী বলেন, ‘‘প্রিয়াঙ্কি পালের সঙ্গে দলের অন্য নেতাদের দূরত্ব তৈরি হয়েছে। প্রধানকে সব সভায় দেখতে পাওয়া যায় না। আগের সভাতেও তাঁকে দেখতে পাওয়া যায়নি। সে দিনের সভায় বেশ ভিড় হয়েছিল। তাই নিজের শক্তি দেখাতে তিনি পরে এই সভার ডাক দিয়েছিলেন বলে শুনতে পারছি।’’ এই অভিযোগ উড়িয়ে প্রিয়াঙ্কি বলেন, ‘‘এর সঙ্গে শক্তি প্রদর্শনের কোনও সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সফল করতেই এই সভা।’’

মাঝেরগ্রাম অঞ্চল যুব তৃণমূলের সভাপতি তরুণ বিশ্বাসের কথায়, ‘‘আমরা সবাইকে নিয়ে নিয়ে চলতে চাই। সে দিন সবাইকে ডেকেছিলাম। প্রধানকে আমি নিজে ফোন করেছিলাম। কিন্তু তিনি আসেননি। বাকি প্রায় সকলেই এসেছিলেন।’’ এ ব্যাপারে প্রিয়াঙ্কির দাবি, ‘‘সে দিন ব্যস্ত থাকার কারণে যেতে পারিনি।’’

রানাঘাট ২ ব্লক তৃণমূলের সভাপতি রাজেশ ভৌমিক বলেন, ‘‘গোষ্ঠী কোন্দলের কোনও বিষয় নেই। বিভিন্ন শাখা সংগঠন তাদের মতো করে সভা করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Abhishek Banerjee Gangnapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE