Advertisement
০৩ জুন ২০২৪
রাস্তায় মদের আসরে আপত্তি

বেদম মার জওয়ানকে

বাড়ির সামনের রাস্তা জুড়ে বাইক আর টোটোর ভিড়। ভর সন্ধ্যায় প্রকাশ্যে সেই রাস্তায় চলছিল একদল যুবকের মদ্যপান। সঙ্গে অশ্রাব্য গালিগালাজ।

প্রহৃত: হাসপাতালে বাবলু দাস। নিজস্ব চিত্র

প্রহৃত: হাসপাতালে বাবলু দাস। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কল্যাণী শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ০১:৩৮
Share: Save:

বাড়ির সামনের রাস্তা জুড়ে বাইক আর টোটোর ভিড়। ভর সন্ধ্যায় প্রকাশ্যে সেই রাস্তায় চলছিল একদল যুবকের মদ্যপান। সঙ্গে অশ্রাব্য গালিগালাজ।

ছুটিতে বাড়ি আসা বিএসএফ জওয়ান বাবলু দাস এগিয়ে গিয়ে বারণ করেছিলেন তাদের। সেই ‘অপরাধে’ রাস্তার উপরেই বেধড়ক মারধর করা হয় তাঁকে। পরে বাড়িতে চড়াও হয়ে বাঁশ দিয়ে পেটানো হয় বাবলুল মা-দাদাকেও।

শনিবার রাতে, গয়েশপুরে লক্ষ্মীর মোড়ের ওই ঘটনায় গুরুতর জখম বিএসএফ জওয়ানকে কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার জওয়ানের মা মনি দাসকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পুলিশ এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে।

বাবলুর বাড়ি গয়েশপুরের ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীর মোড় এলাকায়। তিনি বর্তমানে শিলং-এ কর্মরত। ছুটিতে বাড়ি এসেছেন। তাঁর বাড়ির পাশেই একটি পার্ক রয়েছে। তার পাশেই রয়েছে একটি পুকুর। পুকুরের পাশের রাস্তা দিয়েই এলাকার বাসিন্দারা যাতায়াত করেন।

বাবলু জানান, শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ তিনি ওই রাস্তা দিয়ে হাঁটছিলেন। রাস্তা আটকে এক দল যুবক তখন মদ খাচ্ছিল। সরে যেতে বললে তাঁকে গালাগালি করে ওই যুবকরা। প্রতিবাদ করতেই জোটে মার। যুবকদের তাড়া খেয়ে কোনওরকমে তিনি বাড়িতে পৌঁছন।

বাবলুর দাদা বুবাই জানান, কিছুক্ষণ পরে জনা পনেরো যুবক লাঠি-বাঁশ নিয়ে তাঁদের বাড়িতে চড়াও হয়। ঘরের মধ্যে ঢুকে ফের বেধড়ক মারধর করে বাবলুকে। বুবাই বলেন, ‘‘আমি আর মা ভাইকে বাঁচাতে গিয়েছিলাম। ওরা আমাদেরও প্রচণ্ড মারধর করে।’’ তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় যুবকদের দল। পাড়ার বাসিন্দারা বাবলুকে হাসপাতালে নিয়ে যান।

খবর যায় কল্যাণী থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনা শুনে এলাকায় তল্লাশী শুরু করে। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বাবলুরা কোনও লিখিত অভিযোগ জানাননি। তবে তাঁদের সঙ্গে কথা বলে রাতেই এক জনকে গ্রেফতার করা হয়। বাকিদের খোঁজে তল্লাশী চলছে।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, ফি সন্ধ্যাতেই ওই রাস্তাতে মদের আসর বসে। রাস্তা জুড়ে বাইক-টোটো এমনভাবে রাখা থাকে যে ওখান দিয়ে যাতায়াত করাই দুষ্কর হয়ে পড়ে। প্রতিবাদ করলেই জোটে হুমকি। পথচারিদের গালাগালি করা নিত্তদিনের ঘটনা। অভিযোগ, রাতে ওই রাস্তায় পুলিশের দেখা মেলে না।

গয়েশপুর পুরসভার পুরপ্রধান মরণ দে বলেন, ‘‘খুবই দুঃখজনক ঘটনা। এমন ঘটনা কেন ঘটল, তা পুলিশের সঙ্গে সঙ্গে আমাদেরও ভেবে দেখতে হবে। পুলিশকে বলেছি, যাতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jawaan Miscreants
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE