Advertisement
E-Paper

ফাঁদ পেতে বনবিড়াল, গন্ধগোকুল খুন! কান্দিতে গ্রেফতার দুই চোরাশিকারি

সোমবার কান্দি মহকুমা আদালতে তোলার কথা থাকলেও এক আইনজীবীর মৃত্যু কারণে আদালতের কাজ হয়নি। বন দফতরের কান্দি রেঞ্জ অফিসের তরফে জানানো হয়েছে ওই দুই বন্দি এখন পুলিশ হেফাজতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ২৩:১২
Jungle cat and small Indian civet being illegally hunted by poachers in Kandi of Murshidabad, 2 arrested

রবিবার সন্ধ্যায় চোরাশিকারির দল ফাঁদ পেতে দু’টি বনবিড়াল ও একটি গন্ধগোকুল ধরে খুন করেছিল। নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার পল্লিশ্রী গ্রামের মাঠে রবিবার সন্ধ্যায় চোরাশিকারির দল ফাঁদ পেতে দু’টি বনবিড়াল ও একটি গন্ধগোকুল ধরে খুন করেছিল। বন্যপ্রাণপ্রেমী সংগঠন 'হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যালায়েন্স লিগ' (হিল)-এর স্থানীয় সদস্যদের কাছ থেকে খবর পেয়ে রাতেই দুই চোরাশিকারিকে গ্রেফতার করে বন দফতর।

সোমবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ওই দুই চোরাশিকারিকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বলে বন দফতরের কান্দি রেঞ্জ অফিসের তরফে জানানো হয়েছে। রবিবার রাতে টেয়া বেল স্টেশন থেকে ধৃত ওই দুই চোরাশিকারিকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে দলের অন্যদের খোঁজ চলছে। হিলের পক্ষে সৌমদীপ মণ্ডল বলেন, ‘‘চোরাশিকারিদের তৎপরতার খবর পেলেই বনকর্মীরা দ্রুত পৌঁছে ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করেছে। ১৯৭২ সালের ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী, বনবিড়াল (জাঙ্গল ক্যাট) এবং গন্ধগোকুল (স্মল ইন্ডিয়ান সিভেট) ‘সংরক্ষিত প্রজাতি’। এদের শিকার করা বা পোষা বেআইনি।’’

প্রসঙ্গত, এ বারের শীতে পরিযায়ী পাখি শিকার করতে এসে কান্দির বিলকুরুল এলাকায় বেশ কয়েক জন দুষ্কৃতী বনকর্মীদের হাতে গ্রেফতার হয়েছে।

wildlife Animal Cruelty Jungle Cat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy