Advertisement
০৫ মে ২০২৪

জামিন পেলেন প্রবীণ বামনেতা

জামিন পেলেন প্রবীণ ট্রেড ইউনিয়ন নেতা মানবেন্দ্র দত্ত। নবদ্বীপের পুরপ্রধানকে খুনের চেষ্টার অভিযোগে ধৃত মানবেন্দ্রবাবু গ্রেফতার হওয়ার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন।

নিজস্ব সংবাদদাতা
নবদ্বীপ শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০১:১৬
Share: Save:

জামিন পেলেন প্রবীণ ট্রেড ইউনিয়ন নেতা মানবেন্দ্র দত্ত। নবদ্বীপের পুরপ্রধানকে খুনের চেষ্টার অভিযোগে ধৃত মানবেন্দ্রবাবু গ্রেফতার হওয়ার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন।

বুধবার সকালে নবদ্বীপ পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে গণ্ডগোল হয়। পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ থেকে ইট পাটকেল ছোড়া, পুরসভার কর্মীদের কাজে ঢুকতে বাধাদান, পুরসভার গাড়ি ভাঙচুর হয়। বিক্ষোভকারীদের ছোড়া ইটে জখম হন অনেকে।

বুধবারের ঘটনায় পুরপ্রধানের অভিযোগের ভিত্তিতে পুলিশ পুরসভার হরিজন মজদুর ইউনিয়নের নেতা মানবেন্দ্র দত্ত সহ ন’জনকে গ্রেফতার করে। মোট পনেরো জনের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এর মধ্যে চারটি ধারা জামিন অযোগ্য। বৃহস্পতিবার ধৃতদের নবদ্বীপের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতদের সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

সোমবার তাঁদের ফের আদালতে হাজির করানো হলে মানবেন্দ্র দত্ত এবং দুই অস্থায়ী মহিলা সাফাই কর্মীর জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক। বাকিদের জামিনের আবেদন এ দিনও খারিজ হয়ে যায়। অভিযুক্ত পক্ষের আইনজীবীদের একজন ভোলানাথ চক্রবর্তী বলেন, “মামলার অন্যতম প্রধান অভিযুক্ত যাঁকে করা হয়েছে সেই মানবেন্দ্র দত্তের বয়স ৭৪ বছর এবং তিনি হৃদরোগী। দ্বিতীয়ত খুনের চেষ্টার অভিযোগ হেতু আদালত ‘ইনজুরি রিপোর্ট’ তলব করা হলেও এ দিন কোনও রিপোর্ট আদালতে জমা পড়েনি।’’ সব দিক বিবেচনা করে আদালত জামিন মঞ্জুর করে বলে জানান তিনি। এ দিকে, সোমবার আদালতে মানবেন্দ্রবাবুর জামিনের খবর চাউর হতেই সন্ধ্যায় সিপিএমের পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE