মন কষাকষি হয়েছিল। আর সম্পর্কে থাকতে চাননি তরুণী। ওদিকে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যুবক। ভিডিয়ো কলে কথা বলার পরেও বদলায়নি পরিস্থিতি। সেই যন্ত্রণায় নিজেকে শেষ করে দিলেন ‘ব্যর্থ প্রেমিক।’ অভিযোগ, বিচ্ছেদের যন্ত্রণায় গলায় দড়ি দেন মুর্শিদাবাদের ফতেপুরের ওই বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম সহদেব ঘোষ। পেশায় তিনি গাড়িচালক। দীর্ঘ দিন ধরে বীরভূমের বোলপুরের এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল যুবকের। সম্প্রতি কোনও কারণে বনিবনা হচ্ছিল না যুগলের। বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু বিচ্ছেদের যন্ত্রণায় আবার প্রাক্তনের সঙ্গে যোগাযোগ করেন সহদেব। তার পরেই ওই ঘটনা।
গত সোমবার বাড়িতে একাই ছিলেন সহদেব। পরিবারের সদস্যেরা বাড়ি ফিরে দেখেন, নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন যুবক। তখনও তাঁর মোবাইলে ভিডিয়ো কল ‘অন’ রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। স্থানীয় চিকিৎসক সহদেবের মৃত্যু নিশ্চিত করার পর তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বড়ঞা থানার পুলিশ।
আরও পড়ুন:
ফতেপুরের বাড়িতে সহদেব থাকতেন তাঁর মা ও দাদার সঙ্গে। তাঁরা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে যুবকের প্রণয়ঘটিত সম্পর্কে টানাপড়েন চলছিল। সম্প্রতি তরুণী সম্পর্ক থেকে বেরিয়ে যান। সহদেব বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তা-ও নাকচ করে দেন ‘প্রেমিকা।’ চেষ্টা করেও ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে পারেননি সহদেব। তাই অবসাদে ভুগছিলেন। পরিবারের আরও দাবি, সোমবার সেই তরুণীর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছিলেন যুবক। তার পরেই আত্মহত্যা করেছেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে। তবে এখনই এ নিয়ে সরকারি ভাবে কিছু বলতে চায়নি তারা।