Advertisement
E-Paper

কওন বনা চার ক্রোড়পতি? ‘মাই ইলেভেনে’ দল গড়ে চার কোটি জিতলেন বাগদার যুবক, ভাগ্যের চাকা ঘোরাল আইপিএল

উত্তর ২৪ পরগনার বাগদার বাসিন্দা আনন্দ মণ্ডল নদিয়ায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ‘মাই ইলেভেন সার্কেল’ অ্যাপ থেকে জিতে নিয়েছেন চার কোটি টাকা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ২২:৫০
‘মাই ইলেভেন সার্কেলে’ দল বানিয়ে চার কোটি টাকা জিতেছেন উত্তর ২৪ পরগনার আনন্দ মণ্ডল।

‘মাই ইলেভেন সার্কেলে’ দল বানিয়ে চার কোটি টাকা জিতেছেন উত্তর ২৪ পরগনার আনন্দ মণ্ডল। —নিজস্ব চিত্র।

এক নয়, দুই নয়, একেবারে চার কোটি! এখনও নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছেন না উত্তর ২৪ পরগনার বাগদার বাসিন্দা আনন্দ মণ্ডল। বুধবার নদিয়ায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে ‘মাই ইলেভেন সার্কেল’ অ্যাপে আইপিএলের ‘টিম’ তৈরি করেছিলেন। তাতেই বাজিমাত! বৃহস্পতিবার সকালেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে কড়কড়ে চার কোটি টাকা। ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে আইপিএল।

আনন্দ জানিয়েছেন, নদিয়া থেকে বাড়ি ফেরার পথে তাঁদের গাড়িটি খারাপ হয়ে গিয়েছিল। বুধবার রাতে সেই সঙ্গে চলছিল তুমুল বৃষ্টি। নিরুপায় হয়ে রাস্তার ধারের একটি চায়ের দোকানে তাঁরা বসে পড়েছিলেন। কী ভাবে সময় কাটবে, তা ভাবতে ভাবতেই ফোন থেকে খুলে ফেলেন নির্দিষ্ট ওই অ্যাপ। আইপিএলে বুধবার ছিল মুম্বই বনাম দিল্লির ম্যাচ। নিজের পছন্দ অনুযায়ী সেই ম্যাচের দু’টি দল বানিয়ে ফেলেন আনন্দ। খরচ হয় মাত্র ৭৮ টাকা (এক-একটি দলের জন্য ৩৯ টাকা করে)। রাতে খেলা শেষ হতেই জানতে পারেন, একটি দল থেকে তিন কোটি টাকা জিতেছেন। দোকানে বসেই ‘পেয়েছি, পেয়েছি’ বলে চিৎকার করে উঠেছিলেন যুবক।

যুবকের উচ্ছ্বসিত চিৎকার শুনে আশপাশের অনেক ছুটে এসেছিলেন। এর মাঝেই ফোনে আরও একটি মেসেজ ঢোকে। তাতে জানা যায়, ‘বোনাস’ হিসাবে আরও এক কোটি টাকা পেয়েছেন আনন্দ! রাতেই থানায় গিয়ে বিষয়টি জানিয়ে আসেন তিনি এবং তাঁর বন্ধু সঞ্জিৎ দত্ত। বৃহস্পতিবার সকালে বাগদায় ব্যাঙ্কে গিয়ে খোঁজ নেন আনন্দ। সত্যিই যে অ্যাকাউন্টে চার কোটি টাকা ঢুকেছে, নিজের চোখে দেখে আসেন।

এত টাকা নিয়ে কী করবেন? আনন্দ বলেন, ‘‘মাঝরাস্তায় গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল বলেই আমার ভাগ্য খুলল। তাই গাড়ি নিয়ে কিছু করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া, গরিব মানুষের পাশে থাকতে চাই।’’

আইপিএল চলাকালীন ‘মাই ইলেভেন সার্কেল’ অ্যাপের জনপ্রিয়তা বেড়েছে। বহু মানুষ এই অ্যাপে টাকা দিয়ে নিজস্ব দল গড়ে থাকেন। আইপিএলের খেলা অনুযায়ী মেলে অর্থ। দলে যে খেলোয়াড়দের রাখা হয়েছে, তাঁরা যদি বাস্তবের ম্যাচেও ভাল খেলতে পারেন, তবে ব্যবহারকারীর অর্থলাভ হয়। এই অ্যাপের ফলাফল অনেকাংশেই ভাগ্যের উপর নির্ভরশীল। এখান থেকে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত জেতা যায়। শুধু আইপিএল নয়, অন্য খেলাতেও এই অ্যাপের মাধ্যমে দল গড়া যায়। বাগদার যুবকের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল ‘মাই ইলেভেন সার্কেল’।

Tata IPL 2025 My11Circle Nadia North 24 Parganas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy