Advertisement
১৬ এপ্রিল ২০২৪

জমি নিয়ে বিবাদে দাদার হাতে খুন ভাই

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ কাটা একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘ দিন ধরেই আনসারুল এবং আলাউদ্দিনের পরিবারের মধ্যে বিবাদ চলছিল। এ নিয়ে মীমাংসার জন্য একাধিক বার দুই পরিবার বৈঠকে বসেছিল। কিন্তু তাতে লাভ হয়নি। কিছুদিন ঝামেলা বন্ধ থাকলেও ফের কলহ বাধত।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কান্দি শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৯ ০৩:০৬
Share: Save:

জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে কান্দি থানার হিজল গ্রাম পঞ্চায়েত এলাকার বাঘআছরা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম আলাউদ্দিন শেখ (৬০)। এই ঘটনায় নিহতের স্ত্রী জান্নাত বিবি কান্দি থানায় তাঁর ভাসুর আনসারুল শেখ এবং জা তসলেমা বিবির বিরুদ্ধে স্বামীকে খুনের অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ কাটা একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘ দিন ধরেই আনসারুল এবং আলাউদ্দিনের পরিবারের মধ্যে বিবাদ চলছিল। এ নিয়ে মীমাংসার জন্য একাধিক বার দুই পরিবার বৈঠকে বসেছিল। কিন্তু তাতে লাভ হয়নি। কিছুদিন ঝামেলা বন্ধ থাকলেও ফের কলহ বাধত। বিতর্কিত ওই জমিটি আলাউদ্দিনেরই দখলে ছিল। বুধবার ওই জমিতে তিনি লাঙল দেন। ঠিক ছিল, বৃহস্পতিবার জমিতে তিনি তিলের বীজ বুনবেন। সেই মতো এদিন সকালে তিনি বাড়ি থেকে খেতে যান। তিলের বীজ নিয়ে সবে বাড়ির বাইরে পা রেখেছেন এ সময় আনসারুল তাঁর পথ আটকায়। প্রথমে দুই ভাইয়ের মধ্যে বচসা চলছিল। তাতে শামিল হন দুই পরিবারের মহিলারাও।

জান্নাত বিবির অভিযোগ, প্রথমে কথা কাটাকাটি চলছিল দু’পক্ষে। তারপর হঠাৎই আনসারুল এবং আলাউদ্দিনের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। অভিযোগ, সেই সময় আনসারুল শেখের স্ত্রী দেওরের মাথায় লাঠি দিয়ে সজোরে মারেন। মাটিতে লুটিয়ে পড়েন আলাউদ্দিন। জান্নাতের দাবি, এরপর আনসারুল ভাইয়ের বুকের ওপর চেপে বসে তাঁর গলা টিপে ধরেন। তাতেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় আলাউদ্দিনের। ঘটনাস্থলেই তিনি মারা যান। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহটি উদ্ধার করে তারা ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

নিহতের মেয়ে তহিমা বিবি এদিন বললেন, ‘‘জমি নিয়ে জ্যাঠার সঙ্গে বাবার নিত্য অশান্তি হত। ছোট থেকেই দু’জনের ঝামেলা দেখে আসছি। জ্যাঠা কোনও কথাই শুনতে চাইতেন না। কিন্তু তা বলে নিজের ভাইকে শ্বাসরোধ করে খুন করবে, সেটা কোনওদিন ভাবতে পারিনি।”

এদিন দুপুরে কান্দি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন জান্নাত বিবি। তিনি বলেন, ‘‘পরিকল্পিত ভাবে আমার স্বামীকে খুন করেছে ভাসুর এবং জা। আমি ওদের কঠোর শাস্তি চাই।’’ অভিযুক্তেরা পলাতক। তবে পুলিশ জানিয়েছে, তারা খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে ওই আলাউদ্দিনের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তে স্পষ্ট হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Murder Land Dispute
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE