তৃণমূলের দলীয় কার্যালয় লক্ষ্য করে পর পর গুলি। সোমবার রাতে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকার এই ঘটনায় উত্তপ্ত এলাকা।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কয়েক জন দুষ্কৃতী এসে প্রায় চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুর্শিদাবাদ থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা।