Advertisement
০৭ মে ২০২৪
শান্তিপুর কলেজ

কলেজের ভুলে বিপাকে ৯৬ পড়ুয়া

শান্তিপুর কলেজের প্রায় ৯৬ জন ছাত্রছাত্রী আদৌ প্রথমবর্ষের পরীক্ষায় বসতে পারবেন কি না, তা নিয়ে ঘোর অনিশ্চিয়তা তৈরি হল। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ নিজেদের দোষ মেনে নিলেও পরীক্ষায় বসতে দেওয়ার ব্যাপারে কোনও প্রতিশ্রুতি দিতে পারেনি। কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আশার আলো দেখাতে পারেনি। গোটা ঘটনায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০২:৩১
Share: Save:

শান্তিপুর কলেজের প্রায় ৯৬ জন ছাত্রছাত্রী আদৌ প্রথমবর্ষের পরীক্ষায় বসতে পারবেন কি না, তা নিয়ে ঘোর অনিশ্চিয়তা তৈরি হল। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ নিজেদের দোষ মেনে নিলেও পরীক্ষায় বসতে দেওয়ার ব্যাপারে কোনও প্রতিশ্রুতি দিতে পারেনি। কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আশার আলো দেখাতে পারেনি। গোটা ঘটনায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

কলেজ সূত্রে জানা গিয়েছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের যে ক’জন ছাত্রছাত্রী এই কলেজে ভর্তি হয়েছিলেন তাঁদের মধ্যে প্রায় ৯৬ জনের নাম বিশ্ববিদ্যালয় থেকে আসা রেজিস্টেশনের ‘চেক লিস্টে’ নেই। মাস দেড়েক আগে এই তালিকা প্রকাশ্যে টাঙানোর পরে বিষয়টি ছাত্রছাত্রীদের নজরে আসে। ‘‘তাঁদের নাম নেই কেন?’’— প্রশ্ন তোলেন পড়ুয়ারা। তখন কলেজ কোনও সদুত্তর দিতে পারেনি। পরে খোঁজ নিয়ে জানা যায়, ৯৬ জন ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন ফর্ম কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের কাছে জমা দেয়নি। সেই জন্য ‘চেক লিস্টে’ ওই পড়ুয়াদের নাম নেই।

এমন হল কী করে?

শান্তিপুর কলেজের টিচার ইনচার্জ রতনেশ মিশ্র বলেন, ‘‘কার ভুলে এমনটা হল, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

কর্তৃপক্ষের এমন কথায় ভুলতে রাজি নন ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, কলেজের ভুলেই যখন এমনটা হয়েছে, তখন কলেজকেই তা শুধরোতে হবে। এক ছাত্রীর কথায়, ‘‘যেমন করেই হোক রেজিস্ট্রেশন করিয়ে পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হবে।’’

ইংরাজি অনার্সের ছাত্রী অনুশ্রী ঘোষ বলেন, ‘‘সময় মতো ফর্ম ফিলাপ করেছিলাম। তার পরে নাম চেক লিস্টে নেই।’’ মাস দেড়েক আগে বিষয়টি জানার পর থেকে বারবার কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও কোনও ফল হয়নি। শান্তিপুর কলেজের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক তৃণমূল ছাত্র পরিষদের মনোজ সরকারও কলেজ কর্তৃপক্ষকে দায়ী করেছেন। পরীক্ষায় বসার সুযোগ না পেলে পড়ুয়ারা আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

কলেজের ভুলের কথা মেনেছেন কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক তৃণমূলের পার্থসারথী মুখোপাধ্যায়। এ ব্যাপারে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুভাষ চক্রবর্তী আশার আলো দেখাতে পারেননি। তিনি বলেন, ‘‘রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রক্রিয়া শেষ হয়েছে। তাই এই মুহূর্তে নিশ্চিত করে কিছু যাচ্ছে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE