Advertisement
০৪ মে ২০২৪

অর্ন্তদ্বন্দ্বে ভেস্তে গেল পুর-বৈঠক

পুরসভার নির্মীয়মান গ্যারাজ ভেঙে দুই শ্রমিকের মৃত্যুকে ঘিরে আবারও প্রকাশ্যে চলে এল কৃষ্ণনগর পুরসভার শাসকদলের অর্ন্তদ্বন্দ্ব।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৬ ০১:০১
Share: Save:

পুরসভার নির্মীয়মান গ্যারাজ ভেঙে দুই শ্রমিকের মৃত্যুকে ঘিরে আবারও প্রকাশ্যে চলে এল কৃষ্ণনগর পুরসভার শাসকদলের অর্ন্তদ্বন্দ্ব।

সোমবার ভবঘুরেদের জন্য বানানো আবাসনের উদ্বোধন সংক্রান্ত বিষয়ে আলেচনার জন্য কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডেকেছিলেন পুরপ্রধান তৃণমূলের অসীম সাহা। কিন্তু দলেরই কয়েকজন কাউন্সিলরের বিরোধিতার আলোচনা ভেস্তে যায়।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এ দিন আলোচনা শুরুর আগেই কয়েকজন কাউন্সিলর প্রশ্ন তোলেন, গ্যারাজ ভেঙে মৃত্যুর ঘটনা নিয়ে পুরপ্রধান কেন বৈঠক ডাকলেন না। গ্যারাজ ভাঙা নিয়ে আলোচনা না করে অন্য কোনও বিষয়ে বৈঠক ডাকা যাবে না। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের অসিত সাহা এ নিয়ে সবচেয়ে বেশি সরব হন। এর আগে অসিতবাবু গ্যারাজ ভেঙে পড়ার ঘটনায় কোতোয়ালি থানায় পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। এ দিন তিনি বলেন, “গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চক্রান্ত হচ্ছে।’’

১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের অনুপম বিশ্বাসও ধৃত সহকারি ইঞ্জিনিয়র বালাক মজুমদারের তত্ত্বাবধানে যে সব নির্মাণ হয়েছে সেগুলির গুনমান খতিয়ে দেখার জন্য পুরপ্রধানকে চিঠি দিয়েছেন। অসীমবাবু বলেন, “আমরা গ্যারেজ ভেঙে পড়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আলোচনায় বসব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Inner clash Municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE