বিপুল পরিমাণ জালনোট-সহ মুর্শিদাবাদে পুলিশের জালে ভিন্রাজ্যের দুই যুবক। রাজ্য পুলিশের এসটিএফ এবং জঙ্গিপুর জেলা পুলিশের যৌথ অভিযানে দু’জনের কাছ থেকে উদ্ধার ৪ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জালনোট।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গ্রেফতার হয়েছেন পাচারকারী সন্দেহে দুই যুবক। তাঁদের নাম জাফর শেখ এবং খালিদ শেখ। জাপরের বাড়ি কর্ণাটকের বেঙ্গালুরুতে। খালিদ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা। তাঁদের কাছ থেকে ৫০০ টাকার ৯৯৫টি জালনোট উদ্ধার হয়েছে। সব মিলিয়ে ৪ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের জালনোট। কোথা থেকে তাঁরা ওই জালনোট পেয়েছেন, কোথায় পাচারের ছক ছিল, সে ব্যাপারে জানতে দু’জনকে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ। দু’জনকে মঙ্গলবার আদালতে হাজির করানো হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাজ্য পুলিশের এসটিএফ, জঙ্গিপুরের স্পেশ্যাল ক্রাইম সেল এবং ফরাক্কা থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়েছিল। সূত্র মারফত তথ্যের ভিত্তিতে দুই যুবককে চিহ্নিত করা হয়। ধৃতদের বিরুদ্ধে বেশ কিছু ধারায় মামলা রুজু হয়েছে। প্রাথমিক তদন্তের পরে জানা যায়, দুই যুবক ওই জালনোটগুলি মালদার কোনও একটি জায়গা থেকে নিয়ে আসছিলেন। দক্ষিণ ভারতে জালনোট পাচারের ছক ছিল তাঁদের। তবে এ ব্যাপারে আরও নিশ্চিত তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
ফরাক্কা মহকুমার পুলিশ আধিকারিক নীলোৎপল মিশ্র বলেন, ‘‘এসটিএফ ও জেলা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ জালনোট-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’’ মঙ্গলবার আদালতে হাজির করানো হলে দু’জনকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।