আচমকাই বদলি করে দেওয়া হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অমিত দাঁকে। বৃহস্পতিবার তাঁর বদলির নির্দেশ এসেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে স্পেশ্যাল সেক্রেটারি (মেডিক্যাল এডুকেশন) পদে তাঁকে বদলি করা হয়েছে। দুর্গাপুজোর মুখে এই বদলি।
তবে পরবর্তী অধ্যক্ষ কে হচ্ছেন, সেই বিষয়ে কোনও খবর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছোয়নি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই বদলির নির্দেশ পেয়ে হাসপাতালের সুপার অনাদি রায়চৌধুরীকে তিনি দায়িত্ব বুঝিয়ে দেন। এর পর তিনি কলকাতায় স্বাস্থ্য ভবনে গিয়ে কাজে যোগ দেন। আচমকা এই বদলি ও স্বাস্থ্য ভবনে যোগ দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট মহলে চর্চা শুরু হয়েছে। পরবর্তী অধ্যক্ষ হিসেবে একাধিক নাম উঠে আসছে। তবে এক মহিলা স্বাস্থ্য আধিকারিক এক্ষেত্রে এগিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে।