Advertisement
০৬ মে ২০২৪

অবরোধ তুলতে লাঠিচার্জ

রাস্তা যাতায়াতের অযোগ্য। বার বার প্রশাসনের বিভিন্ন মহলে দরবার করেও কোনও ফল মেলেনি। শেষমেশ বুধবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কৃষ্ণনগরের চকদিকনগর এলাকার শ’খানেক লোক প্রতিবাদ করে। অবরোধ হঠাতে গেলে পুলিশ ও অবরোধকারীদের মধ্যে ঝামেলা হয়। বিক্ষোভকারীরা দাবি জানাতে থাকে, জেলাশাসক ঘটনাস্থলে এসে রাস্তা তৈরির ব্যাপারে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে।

মারমুখী পুলিশ। কৃষ্ণনগরে তোলা নিজস্ব চিত্র।

মারমুখী পুলিশ। কৃষ্ণনগরে তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০১:০৬
Share: Save:

রাস্তা যাতায়াতের অযোগ্য। বার বার প্রশাসনের বিভিন্ন মহলে দরবার করেও কোনও ফল মেলেনি। শেষমেশ বুধবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কৃষ্ণনগরের চকদিকনগর এলাকার শ’খানেক লোক প্রতিবাদ করে। অবরোধ হঠাতে গেলে পুলিশ ও অবরোধকারীদের মধ্যে ঝামেলা হয়। বিক্ষোভকারীরা দাবি জানাতে থাকে, জেলাশাসক ঘটনাস্থলে এসে রাস্তা তৈরির ব্যাপারে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে। অভিযোগ, তারপরই পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠি চালায়। পুলিশ বেশ কয়েকজন অবরোধকারীকে গ্রেফতারও করেছে। যদিও জেলার পুলিশ সুপার ভরতলাল মিনা বলেন, ‘‘লাঠি চালানোর কথা আমার জানা নেই।’’ কৃষ্ণনগর সদর মহকুমাশাসক মৈত্রেয়ী গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ওই রাস্তাটির যাতে দ্রুত সংস্কার করা যায়, সে ব্যাপারে ভাবনাচিন্তা চলছে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Krishnanagar NH 34 police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE