দুই মাওবাদী নেতা-নেত্রীর খোঁজে নদিয়ায় হানা দিল এনআইএ। বুধবার মাওবাদী সংগঠনের প্রাক্তন মুখপাত্র গৌর চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।
জেলা পুলিশ সূত্রের খবর, অসমের ২০ বছরের একটি পুরনো মামলার সূত্রে চাকদহ থানার পুলিশকে সঙ্গে নিয়ে এনআইএ-র অফিসারেরা কল্যাণী ব্লকের সরাটি গ্রাম পঞ্চায়েতের কালীপুর এলাকায় পৌঁছন। একটি নাশকতার ঘটনায় জড়িত মাওবাদী নেত্রী নির্মলা বিশ্বাস (৫১) এবং সংগঠনের নেতা আমিরুদ্দিন আহমেদের (৫২) সন্ধানেই হয় অভিযান। এলাকায় গিয়ে এনআইএ জানতে পারে, ওই বাড়িটি নির্মলার। তবে অভিযুক্তেরা এখন সেখানে থাকেন না।
ওই দু’জনের ছবি সংবলিত পোস্টার সাঁটানো হয়েছে এলাকায়। তাতে লেখা হয়েছে, ‘সন্ধান দিতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার’। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অসমের ওই মাওবাদী হামলার তদন্তের সূত্রে এর আগেও ভিনরাজ্যের পুলিশ ওই দুই অভিযুক্তের খোঁজে এলাকায় এসেছিল।