Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নির্মল বাংলার প্রচারে ইমামরা

নির্মল বাংলা গড়তে এ বার ইমামদের হাত ধরল প্রশাসন। ওই প্রকল্পে বাড়ি বাড়ি শৌচাগার গড়তে ডোমকল থানার ইমামদের আহ্বান জানালেন ডোমকলের বিডিও রবীন্দ্রনাথ মিশ্র।

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৫ ০১:০৩
Share: Save:

নির্মল বাংলা গড়তে এ বার ইমামদের হাত ধরল প্রশাসন। ওই প্রকল্পে বাড়ি বাড়ি শৌচাগার গড়তে ডোমকল থানার ইমামদের আহ্বান জানালেন ডোমকলের বিডিও রবীন্দ্রনাথ মিশ্র। তিনি বলেন, ‘‘এর আগেও নানা প্রকল্প রূপায়নে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই প্রকল্পকে সফল করতেও আমরা ইমামদের আহ্বান জানিয়েছিলাম। তাঁরা সকলেই রাজি হয়েছেন।’’ এ বার বাড়ি বাড়ি গিয়ে শৌচাগারের প্রয়োজনীয়তা নিয়ে মানুষকে বোঝানো শুরু হবে বলে জানান তিনি। এ দিন ডোমকল এআরডি হলে বিভিন্ন এলাকার ৪৬০ জন ইমাম উপস্থিত হন। তাঁরা বিনা পারিশ্রমিকে ওই কাজ করার সঙ্কল্প নেন। পশ্চিমবঙ্গ ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশানের ডোমকল শাখার সম্পাদক মহম্মদ নিজামুদ্দিন বলেন, ‘‘প্রশাসন যে দায়িত্ব দিয়েছে সেটা আমাদের নৈতিক দায়িত্ব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nirmal bangla Imam domkal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE