Advertisement
E-Paper

তৃণমূলের সমিতি নিল জোট

জেলা জুড়ে যখন কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূলে ভেড়ার হিড়িক, উল্টো পথে হাঁটল রানিনগর।মঙ্গলবার তৃণমূলের হাত থেকে রানিনগর-২ পঞ্চায়েত সমিতি ছিনিয়ে নিল কংগ্রেস-সিপিএম জোট। তাদের আনা অনাস্থা প্রস্তাবের জেরে মঙ্গলবার ভোটাভুটি হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ০১:৪৯

জেলা জুড়ে যখন কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূলে ভেড়ার হিড়িক, উল্টো পথে হাঁটল রানিনগর।

মঙ্গলবার তৃণমূলের হাত থেকে রানিনগর-২ পঞ্চায়েত সমিতি ছিনিয়ে নিল কংগ্রেস-সিপিএম জোট। তাদের আনা অনাস্থা প্রস্তাবের জেরে মঙ্গলবার ভোটাভুটি হয়। মোট ৪১ সদস্যের উপস্থিত ছিলেন ২৫ জন। তৃণমূলের পক্ষে কেউ ছিলেন না। এর ফলে তৃণমূলের ৬ জন স্থায়ী সমিতির সদস্য ছাড়াও ৩ জন কর্মাধ্যক্ষকে অপসারিত হতে হল।

গত পঞ্চায়েত নির্বাচনে ওই সমিতিতে কংগ্রেস ১৪টি আসন পায়, বামেরা পায় ১১টি আর তৃণমূল ২টি। কিন্তু বছর গড়াতেই কংগ্রেসের সভাপতি মিজানুর রহমান-সহ ৬ জন এবং বামেদের ৩ জন সদস্য তৃণমূলে যোগ দেন। ফলে নিজেদের দুই সদস্য নিয়ে মোট ১১ জন হয়ে যাওয়ায় ওই পঞ্চায়েত সমিতির দখল নেয় তৃণমূল।

কিন্তু বিধানসভা ভোটের পরে বদলে যায় অঙ্ক। কংগ্রেস ও সিপিএম জোট বাঁধে আর সেই জোটের ফলে কংগ্রেসের ৮ ও বামেদের ৮ সদস্য মিলে মোট ১৬ সদস্য ছাড়াও সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সদস্যেরা মিলে মাসখানেক আগে অনাস্থা প্রস্তাব আনেন। কংগ্রেসের দাবি, স্থানীয় বিধায়ক, সাংসদ ও জেলা পরিষদ সদস্যেরা তাঁদের সঙ্গে থাকায় জোটের পক্ষে ২৫ জন হয়েছে। তৃণমূলের কেউ এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

tmc CPM Congress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy