Advertisement
২৫ এপ্রিল ২০২৪

হেলমেট না পরলে পদক্ষেপ, ফতোয়া দিল এনটিপিসি

সাধারন কর্মী থেকে পদস্থ কর্তা, এনটিপিসি-র সব স্তরের কর্মীদের নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম ঘাটতি আর বরদাস্ত করবে না ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন কর্তৃপক্ষ।

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৮ ০১:০৭
Share: Save:

সাধারন কর্মী থেকে পদস্থ কর্তা, এনটিপিসি-র সব স্তরের কর্মীদের নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম ঘাটতি আর বরদাস্ত করবে না ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন কর্তৃপক্ষ।

বছরের প্রথম দুপুরে, সোমবার সে ঘোষণা করে গেলেন এনটিপিসির ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের এগজিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ কুমার সিংহ।

এ দিন, এনটিপিসি কেন্দ্রে কর্মরত ইঞ্জিনিয়ার থেকে সাধারন কর্মীদের বার্ষিক মিলন সম্মেলন ছিল। সেখানেই এই ঘোষণা অরবিন্দ সিংহের। তিনি জানান, কাজে যোগ দেওয়ার সময় সেফটি হেলমেট, সেফটি শ্যু, সেফটি বেল্ট, গ্লাভস— প্রতিটি কর্মীকে পরতে হবে বাধ্যতামূলক হিসেবে। কর্মরত ইঞ্জিনিয়ার থেকে ঠিকা শ্রমিক অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের সকলেই এর আওতায় রয়েছেন। ব্যাপারে কোনও কর্মীর গাফিলতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘‘এখন থেকে বিদ্যুৎ কেন্দ্রের কর্মী ও শ্রমিকেরা নিরাপত্তা নিয়ে তাদের বক্তব্য ও পরামর্শ নিজেরাই জানাতে পারবেন। অফিসে একটি বাক্স রাখা হয়েছে। সেখানে কর্মীরা তাঁর নিজস্ব পরিচয় গোপন রেখেও অভিযোগ জানাতে পারবেন। তদন্ত করে সঙ্গে সঙ্গে তা নিয়ে পদক্ষেপ করা হবে।”

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তদন্তে দেখা গেছে, নিরাপত্তা বিধি না মানার কারণেই এই সব দুর্ঘটনা। এনটিপিসি কর্তৃপক্ষ সমস্ত সেফটি সামগ্রী সরবরাহ করা সত্বেও কর্মীরা অনেকেই তা ব্যবহার করেন না। ফলে কর্মীদের প্রয়াই দুর্ঘটনায় পড়তে হয়েছে। সেই কারণেই এ দিন নিরাপত্তা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এনটিপিসি’র ওই কর্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Helmet NTPC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE