অন্তঃসত্ত্বা মেয়েকে শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়ে খুন হলেন বৃদ্ধ! অভিযোগ, লোহার রড দিয়ে মেরে বৃদ্ধকে খুনের করেছেন তাঁর মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার হাটপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম তাঞ্জিল শেখ (৬৫)। বাড়ি সুতি থানার খাঁপুর ছাবঘাটি এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঞ্জিলের। অভিযোগ, বচসার সময়েই মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা লাঠি-রড নিয়ে এসে তাঞ্জিলের উপর চড়াও হন। বেধড়ক মারধর করা হয়। তাতেই মৃত্যু হয় বৃদ্ধের।
অভিযোগ, শুধু বৃদ্ধকে মারধরই নয়, তাঁর মেয়েকেও ঘরে আটকে রাখা হয়। উত্তেজনার মাঝেই পুলিশের কাছে খবর যায়। পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। তাঞ্জিলের পরিবারের সদস্যদের অভিযোগ, পণের জন্য তাঁদের মেয়ের উপর দীর্ঘদিন ধরেই অত্যাচার চলত। এরই মধ্যে মেয়েকে আনতে তাঞ্জিল মেয়ের শ্বশুরবাড়ি গেলে ফের ঝামেলা হয়। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।