রাতের অন্ধকারে ইতস্তত ভাবে ঘোরাঘুরি করছিলেন এক যুবক। রাস্তায় টহলের সময় সন্দেহ হয় পুলিশের। ডেকে জিজ্ঞাসাবাদ করতেই থতমত খেয়ে যান ওই যুবক। তল্লাশি করতেই বেরিয়ে এল গোছা গোছা জালনোট!
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে হরিহরপাড়া হাট সংলগ্ন এলাকায় টহলদারির সময় এক যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাঁর আচরণ সন্দেহজনেক ছিল। প্রথমে জিজ্ঞাসাবাদ, তার পর আটক করে তল্লাশি চালাতেই পাওয়া যায় ২৩ হাজার ৫০০ টাকার জালনোট। ৪৭টি ৫০০ টাকার জালনোট-সহ অভিযুক্তকে নিয়ে যাওয়া থানায়। পরে গ্রেফতার করা হয় তাঁকে।
জানা গিয়েছে, ধৃতের নাম ভুট্টু শেখ। বয়স ২৭ বছরের আশপাশে। হরিহরপাড়া থানার তরতিপুর এলাকার ওই বাসিন্দা জালনোট পাচারের চক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ পুলিশের। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, যাঁরা খোলাবাজারে জালনোট ছড়িয়ে দেওয়ার কারবারে যুক্ত, তাঁদের অন্যতম এই যুবক। তবে কোথা তিনি ওই নকল টাকা পান, তাঁর কাছ থেকে কোথাওয় পৌঁছোয়, ‘ক্যারিয়ার’-এর কাজ করেন কি না, এ সমস্ত তথ্য জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন:
ভুট্টুকে সোমবার বহরমপুর জেলা আদালতে হাজির করানো হয়। পুলিশ তাঁকে ৭ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। জালনোট পাচারকাণ্ডে অন্য কেউ যুক্ত কি না, তা জানার চেষ্টা চলছে। জেলায় জালনোট পাচার রুখতে ইতিমধ্যে গোয়েন্দা বিভাগকে সক্রিয় করা হয়েছে।