ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য মেলবন্ধন যেন চোখে পড়ছে শান্তিপুরে। বিগ্রহবাড়ির প্রাচীন ঐতিহ্যের রাসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে বারোয়ারিগুলির আধুনিক থিমের রাস। যুগে যুগে এই ঐতিহ্য ও নবচিন্তার মেলবন্ধনই শান্তিপুরের রাস উৎসবকে দিয়েছে অন্য মাত্রা। শহরের বিভিন্ন প্রান্তে সাজিয়ে তোলা হয়েছে নানা রঙের, নানা ভাবনার মণ্ডপ। কোথাও ইস্কনের রাশিয়ান মন্দিরের প্রতিরূপ, কোথাও আবার অপারেশন সিন্দুরের তীব্র দেশাত্মবোধ, আবার কারও থিমে ধরা পড়েছে রূপসী বাংলার সরল সৌন্দর্য বা পরিবেশ রক্ষার বার্তা।
থানার মোড় রাস উৎসব কমিটির মণ্ডপে এ বারে রাশিয়ার ইস্কন মন্দিরের প্রতিরূপ। বাঁশ, কাঠ আর প্লাইবোর্ডে গড়ে তোলা সেই মণ্ডপ দর্শনার্থীদের মুগ্ধ করছে। অন্য দিকে, শ্যামবাজার যুবকবৃন্দ তাদের মণ্ডপ সাজিয়েছেন কেরালার পদ্মনাভ মন্দিরের আদলে। সুদৃশ্য সেই স্থাপত্যে ভিড় উপচে পড়ছে।
লক্ষ্মীতলাপাড়া বারোয়ারির থিম, ‘এয়ার স্ট্রাইক’। আলোর খেলায়, মডেলের নকশায় ভারতীয় বায়ুসেনার সাহসিকতার কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে সেখানে। ঠাকুরপাড়া যুবকবৃন্দ তাদের থিমে এনেছেন ‘রূপসী বাংলা’। গ্রাম বাংলার নির্মল প্রকৃতি ও চিরচেনা জীবনের প্রতিচ্ছবি।
খাঁপাড়া সুস্মিত স্মৃতি সঙ্ঘের মণ্ডপে দেখা মিলছে প্রয়াগরাজের অক্ষয়বট মন্দিরের আদলে গড়া এক বিশাল স্থাপত্য। প্রতিবছরের মতো এবারও তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অনবদ্য এক দৃশ্যপট। রামকৃষ্ণ সঙ্ঘের মণ্ডপে হয়েছে, ‘অপারেশন সিন্দুর’— ভারতীয় সেনার জঙ্গি দমন অভিযানের চিত্র।
লিডার্স ক্লাবের থিম, ‘বনসৃজন।’ মণ্ডপজুড়ে গাছপালা, সবুজে মোড়া বার্তা একটাই, ‘পরিবেশ বাঁচান, পৃথিবী বাঁচান।’ আগমেশ্বরীতলা ইয়ং স্টাফ হাজির হয়েছে ‘মায়াজাল’ নিয়ে, আর বড় গোস্বামীপাড়া বারোয়ারি অ্যাসোসিয়েশনের থিম— ‘মা’, এক অনন্য মাতৃত্বের স্পর্শে ভরা। সব মিলিয়ে প্রতিবছরের মতোই এ বছরও শান্তিপুরে রাস উৎসব যেন হয়ে উঠেছে এক রঙিন ক্যানভাস। যেখানে ঐতিহ্য মিশেছে আধুনিকতার সাথে, আর ভক্তি মিশেছে ভাবনায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)