Advertisement
০৮ মে ২০২৪

ছাত্রী অপহরণে গ্রেফতার প্রাইমারি স্কুলের শিক্ষিকা

ছাত্রী অপহরণের সুতোয় জড়িয়ে পড়লেন এক স্কুল শিক্ষিকা। মঙ্গলবার রাতে, পুলিশ তাঁকে গ্রেফতারও করেছে। বুধবার, আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৮ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নওদা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০১:৩৪
Share: Save:

ছাত্রী অপহরণের সুতোয় জড়িয়ে পড়লেন এক স্কুল শিক্ষিকা।

মঙ্গলবার রাতে, পুলিশ তাঁকে গ্রেফতারও করেছে। বুধবার, আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৮ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

নিশ্চিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা রন্টি বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাঁকে, আদালতে তোলা হলে, ৮ এপ্রিল পযর্ন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

তবে, অপহরণ কাণ্ডের সঙ্গে রন্টির জড়িয়ে পড়া নিয়ে কিঞ্চিৎ বিস্মিত তাঁর সহ শিক্ষক কিংবা ছাত্রছাত্রীরা। নিশ্চিন্দপুরের ওই আটচালা প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক আরিফ হোসেন‌ বলেন,‘‘উনি তো মঙ্গলবারও স্কুলে এসেছিলেন। ছেলেমেয়েদের পড়িয়ে গেলেন।’’ তাঁর গ্রেফতারের খবরে, অবাক হয়ে গিয়েছে হরিহরপাড়ার কুমড়োদহ গ্রামও। রন্টির বাড়ি ওই গ্রামেই। তাঁদেরও প্রশ্ন, কী এমন হল?

পুলিশ অবশ্য জানিয়েছে, ওই শিক্ষিকার ফোনের কল লিস্টে ওই ছাত্রীকে একাধিকবার ফোন করার নজির মিলেছে। শিক্ষিকাকে জেরা করে তাঁর কথাতেও বেশ কিছু ‘অসঙ্গতি’ মিলেছে বলে পুলিশ জানিয়েছে। নওদার ওসি শুভাশিস ঘোষাল বলেন, ‘‘সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এগোচ্ছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলছি না।’’

নওদার আমতলার বাসিন্দা সুহানা পারভিনের সদ্য শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক। গত, পয়লা এপ্রিল বিকেলে , ‘একটু ঘুরে আসছি’ বলে সাইকেলে বেরিয়েছিল সেই কিশোরী। সেই সময়ে হাটের জনা কয়েক জন মহিলা গ্রামে ফিরছিলেন। পুলিশকে তাঁরা জানান, আমতলা হাটের সামনে থেকে এক মহিলা তাকে গাড়িতে প্রায় জোর করে টেনে তুলে নেয়।

সাইকেল পড়ে থাকে রাস্তায় পাশেই। সাহানার পিসতুতো ভাই বদরুল ইসলাম বলেন, ‘‘হাটের কাছেই আমাদের বাড়ি। সাইকেলটা পড়েছিল সেখানেই। দেখেই চিনতে পারি।’’ এর পরেই অপহরণের মামলা দায়ের করেন তার বাড়ির লোক।

তাঁরা জানাচ্ছেন, রন্টি বিশ্বাস নামে ওই শিক্ষিকার সঙ্গে কিছু দিন আগে, সোশ্যাল নেটওয়ার্কে আলাপ হয়েছিল সুহানার। অভিযোগ, বিক্রি করার অছিলায় ভুলিয়ে বালিয়ে গাড়িতে তুলে সুবানাকে অপহরণ করা হয়েছে। নিঁখোজের ছাত্রীর বাবা সালাম সর্দ্দার জানান, ‘‘ছ-ছ’টা দিন কেটে গেল, মেয়ের কোনও খোঁজ নেই। পুলিশ যে কী করছে!’’

এলাকায় বড় আড়তদার হিসেবেই পরিচয় সালামের। পুলিশের অনুমান, তাঁর কাছে মোটা টাকা মুক্তিপণ দাবি করাই অপহরণকারীদের লক্ষ্য। সালাম পুলিশকে জানিয়েছেন, রন্টির সঙ্গে তাঁর মেয়ের আলাপ সদ্য।

কংগ্রেসের অভিযোগ, ওই শিক্ষিকা তৃণমূলের শিক্ষা সেলের সদস্য। স্থানীয় কংগ্রেস বিধায়ক আবুতাহের খান বলেন, ‘‘তৃণমূলের রাজত্বে এর বেশি আর কীই বা আশা করা যায়!’’ তবে সে দাবি উড়িয়ে দিয়েছেন শাসক দলের শিক্ষা সেলের স্থায়ী সদস্য জুলফিকার আলি ভুট্টো। তিনি বলেন,‘‘ ওই নামে কোনও শিক্ষিকা আমাদের শিক্ষা সেলের সদস্য নন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Student kidnap Teacher Arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE