Advertisement
E-Paper

আত্মঘাতী প্রোমোটার

নিজের রিভলবার থেকে কপালে গুলি করে আত্মঘাতী হলেন এক প্রোমোটার। মৃতের নাম উত্তমকুমার ঘটক (৪৬)। বাড়ি বহরমপুরের রানিবাগান এলাকায়। রবিবার রাতে নিজের ঘরে তিনি কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। যদিও পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০০:১৯

নিজের রিভলবার থেকে কপালে গুলি করে আত্মঘাতী হলেন এক প্রোমোটার। মৃতের নাম উত্তমকুমার ঘটক (৪৬)। বাড়ি বহরমপুরের রানিবাগান এলাকায়। রবিবার রাতে নিজের ঘরে তিনি কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। যদিও পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তমবাবু বহরমপুরের নামী কয়েকজন প্রোমোটারদের মধ্যে অন্যতম ছিলেন। কিন্তু বেহিসেবি জীবনাপনের কারণে তিনি বর্তমানে প্রায় দেউলিয়া হয়ে যান। ফ্ল্যাট বানানোর জন্য ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের টাকা ঋণ করে তা শোধ করতে পারেননি। সেই সঙ্গে আগাম টাকা নিয়ে সময়মত ফ্ল্যাট দিতে না পারার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। সব মিলিয়ে তাঁর কয়েক কোটি টাকা দেনা ছিল বলে জানা গিয়েছে। এই অবস্থায় চাপ সহ্য করতে না পেরে ওই প্রোমোটার আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

গ্রেফতার যুবক। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার দুপুরে অশোকনগরের বাদামতলা এলাকা থেকে বছর আঠারোর কৌশিক মণ্ডল নামে ওই যুবককে ধরা হয়।

Baharampur Promoter Uttamkumar ghatak ranibagan koushik mondal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy