Advertisement
২০ এপ্রিল ২০২৪
Raas Utsav

কান্দির রাসে করোনার ছায়া, বাতিল উৎসব

উৎসবের সময় মন্দিরে জনসমাগম বাড়তে পারে এবং তার থেকে সংক্রমণ ছড়াতে পারে ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কান্দি শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ১৬:৪৭
Share: Save:

অতিমারির অভিশাপ নেমে এসেছে গোটা বিশ্বে। তার প্রকোপে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছন। পরিস্থিতি বিবেচনা করে তাই কঠিন সিদ্ধান্ত। ঐতিহ্যশালী রাস উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিল মুর্শিদাবাদের কান্দি শহরের রাধাবল্লভ জিউর মন্দির কর্তৃপক্ষ।

উৎসবের সময় মন্দিরে জনসমাগম বাড়তে পারে এবং তার থেকে সংক্রমণ ছড়াতে পারে ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। যত শীঘ্র সম্ভব অতিমারির এই প্রকোপ যাতে দূর হয়, তার জন্য নিভৃতে রাধাবল্লভ জিউর কাছে তাঁরা প্রার্থনা করবেন বলেও জানিয়েছেন।

কান্দির রাধাবল্লব জিউর মন্দিরের রাস উৎসবের বিশেষ আকর্ষণ রয়েছে। প্রতিমা তৈরি করে প্রতি বছর কৃষ্ণের নানা লীলা তুলে ধরা হয়। মন্দিরের গর্ভগৃহে অষ্টসখীর প্রতিমা থাকে। মেলা বসে মন্দির চত্বরে। দূরদূরান্ত সাধারণ মানুষ সেই উৎসবে শামিল হন। কিন্তু এ বার সে সব কিছুই হচ্ছে না। করোনার অভিশাপ কেটে গেলে পরের বছর ফের আগের মতো উৎসব পালন করতে পারবেন বলে আশা মন্দির কর্তৃপক্ষের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Raas Utsav Kandi Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE