—প্রতিনিধিত্বমূলক চিত্র।
ছাত্রাবাসে সপ্তম শ্রেণির এক পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। অভিযুক্তেরা ছাত্রাবাসেরই উঁচু ক্লাসের পড়ুয়া। নির্যাতিত ছাত্র নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার বাসিন্দা। কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছে সে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিত কালীগঞ্জ থানার বড় চাঁদঘরের বাসিন্দা। মুড়াগাছা হাই স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। স্কুলের হস্টেলে থেকেই পড়াশোনা করত সে। অভিযোগ, অন্য পড়ুয়ারা গত তিন মাস ধরে তাকে র্যাগিংয়ের পাশাপাশি যৌন নিগ্রহও করত। তিন দিন আগে যৌন নির্যাতনের মাত্রা চরমে পৌঁছয়। অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে যায় সেই ছাত্র। পরিবারের অভিযোগ, প্রথমে বাড়ির লোক জনকে কিছুই জানায়নি সে। অভিযুক্তেরা মেরে ফেলার হুমকি দিয়েছিল তাকে। সেই ভয়ে চুপ ছিল ছাত্রটি। গুরুতর অসুস্থ হয়ে পড়লে অভিভাবকেরা বিষয়টি বুঝতে পারেন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। নির্যাতিতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিত ছাত্রের বাবা বলেন, ‘‘আমরা কিছুই জানতাম না। বাড়ি ফিরেও কিছু জানায়নি। পরে আমাদের কাছে মুখ খোলে। দোষীদের উপযুক্ত শাস্তি চাই।’’ কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, স্কুলের প্রধান শিক্ষকের কাছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy