এক ব্যক্তিকে খুনের অভিযোগ উত্তপ্ত হয়ে উঠল নওদার মধুপুর ডাঙাপাড়া এলাকা। অভিযোগ, দু’দিন ধরে নিখোঁজ থাকার পর নুর হোসেন ধোনি (৫৮) নামে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ মেলে। পুলিশ নিখোঁজ নুর হোসেনকে উদ্ধার করার ব্যাপারে কোনও পদক্ষেপ করেনি। এই সব অভিযোগ তুলে এলাকার লোকজন এক ঘণ্টা পথ অবরোধ করে। পুলিশকে তাকে ইট ছোড়ে এলাকার বাসিন্দারা। পুলিশের গাড়িও তছনছ করা হয়। তাতে জখম হলেন কয়েকজন পুলিশ কর্মী।
রবিবার সকালে বেলডাঙার সারগাছির গোয়ালপাড়া এলাকা থেকে নুর হোসেন ধোনির দেহ উদ্ধার হয়। তাঁর বাড়ি নওদার ডাঙাপাড়া এলাকায়। গত শুক্রবার রাত ৯টা নাগাদ জনা সাতেক ব্যক্তি নুর হোসেনকে বাড়ি থেকে অপহরণ করে। মৃতের ছেলে রফিকুল ধোনি বলেন, ‘‘বাবা টাকা ধার করেছিল। ধারের একাংশ ফেরতও দেওয়া হয়। তবুও বেলডাঙার বাসিন্দা ইবাদত খাঁ অতিরিক্ত সুদ দাবি করে মোটা টাকা ফেরত দেওয়ার জন্য জোরাজুরি করছিল। বাবা তা দেওয়ার চেষ্টাও করছিল। তার মধ্যে ওরা অপহরণ করে বাবাকে খুন করল। পুলিশকে বিষয়টি জানিয়েও লাভ হল না।’’ শনিবার রাতে অপহরণকারীরা নুর হোসেনের বাড়িতে ফোন করে। ফোনে নুর হোসেন জানান, তাঁর গায়ে সিগারেটের ছেঁকা দেওয়া হচ্ছে ও ব্লেড দিয়ে শরীর কেটে দেওয়া হচ্ছে।
এ দিন জেলা কংগ্রেস সভাপতি আবু তাদের খান বলেন, ‘‘পুলিশ ও তৃণমূল নেতারা সক্রিয় হলে এই খুন আটকানো যেত।’’ ওসি শুভাশিস ঘোষাল এ বিষয়ে কোনও কথা বলেননি। মূল অভিযুক্ত ইবাদত খাঁ শাসক দলের পরিচিত মুখ। নওদার ব্লক তৃণমূলের সভাপতি মোসারফ হোসেন মধু বলেন, ‘আশা করব পুলিশ অভিযুক্তদের ধরবে।’’