Advertisement
২০ এপ্রিল ২০২৪

তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের নালিশ সিপিএমের

পুরসভা নির্বাচনের মুখে পুলিশকে সঙ্গে নিয়ে শাসকদল মুর্শিদাবাদে সন্ত্রাস তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করলেন সিপিএমের জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য। তাঁর আশঙ্কা, ‘‘ভোট যত এগিয়ে আসবে এই সন্ত্রাস তত বাড়বে।’’ বৃহস্পতিবার দুপুরে জঙ্গিপুরে সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, ‘‘জঙ্গিপুর, জিয়াগঞ্জ ও মুর্শিদাবাদ পুর এলাকায় গত দু’সপ্তাহে সিপিএম কর্মী ও প্রার্থীদের উপরে একাধিক আক্রমণের ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে। এরপরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।’’

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৫ ০১:৩৫
Share: Save:

পুরসভা নির্বাচনের মুখে পুলিশকে সঙ্গে নিয়ে শাসকদল মুর্শিদাবাদে সন্ত্রাস তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করলেন সিপিএমের জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য। তাঁর আশঙ্কা, ‘‘ভোট যত এগিয়ে আসবে এই সন্ত্রাস তত বাড়বে।’’ বৃহস্পতিবার দুপুরে জঙ্গিপুরে সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, ‘‘জঙ্গিপুর, জিয়াগঞ্জ ও মুর্শিদাবাদ পুর এলাকায় গত দু’সপ্তাহে সিপিএম কর্মী ও প্রার্থীদের উপরে একাধিক আক্রমণের ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে। এরপরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।’’

সিপিএম সূত্রে খবর, তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নিগৃহীত হয়েছেন জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার পুরপ্রধান তথা এ বারের সিপিএম প্রার্থী শঙ্কর মণ্ডলও। একই ভাবে সিপিএম কর্মীরা জঙ্গিপুরের ১ ও ২ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছে বলে দাবি নেতৃত্বের। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ গ্রেফতার করছে না বলে অভিযোগ সিপিএমের। মৃগাঙ্কবাবুর কটাক্ষ, ‘‘জেলায় শান্তিপূর্ণ নির্বাচনের পথে বড় বাধা এখন পুলিশ এবং শাসক দল তৃণমূল।’’

তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেন সিপিএমের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর পাল্টা অভিযোগ, ‘‘হেরে যাওয়ার ভয়ে অজুহাত খুঁজছে সিপিএম। সিপিএম ও কংগ্রেস হাত মিলিয়ে জেলাকে অশান্ত করতে চাইছে।’’ পুলিশের একটি অংশ পক্ষপাতিত্ব করছে বলেও তাঁর অভিযোগ। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, জঙ্গিপুরে যে ভাবে তৃণমূল প্রার্থী ও তাঁর বাবা, কাকাদের মারা হয়েছে—তা এলাকার মানুষ মেনে নিতে পারছেন না। দু’পক্ষের অভিযোগ প্রসঙ্গে পুলিশ সুপার সি সুধাকর বলেন, ‘‘কোথায় সন্ত্রাস হচ্ছে, তা লিখিত ভাবে রাজনৈতিক দলের নেতারা জানান। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’’ জেলায় অবাধ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে— দাবি পুলিশ সুপারের।

দুর্ঘটনায় মৃত্যু। আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে লরি চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে চাকদহের শিমুরালি স্টেশন রোডে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বাণীবালা বাগ (৫৫)। বাড়ি কৃষ্ণগঞ্জের মাজদিয়া গ্রামে। খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল ৪টে নাগাদ ভাইপোর সাইকেলে চেপে শিমুরালি রেল স্টেশনে ট্রেন ধরার জন্য যাচ্ছিলেন ওই মহিলা। সেই সময় পিছন থেকে আসা এক লরি তাংদের ধাক্কা মারে। ঘটনাস্থলে মারা যান বাণীদেবী। ঘটনায় জখম হন ভাইপোও। পুলিশ গাড়িটিকে আটক করেছে। ঘটনার পর থেকে চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE