এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। পুলিশ জানায়, তাঁর নাম শঙ্কর অধিকারী। তিনি রানাঘাটের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
মঙ্গলবার ঘটনাটি ঘটে রানাঘাট শহরের সড়কপাড়ায়। রাতে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন মান্তু দাস নামে এক মহিলা। আহত ওই মহিলা রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানায়, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কপাড়ায় একটি জমি কিনেছেন মান্তু এবং তাঁর স্বামী বিশ্বজিৎ দাস। ওই দিন তারা জমিতে কাজ করতে এসেছিলেন। মান্তুর অভিযোগ, “সেই সময়ে আমাদের কাছে দু’লক্ষ টাকা চান ওই কাউন্সিলর। টাকা না দিলে কাজ করতে দেবে না বলে হুমকিও দেন। আমার স্বামীকে মারধর করেন। ঠেকাতে গেলে আমাকেও মারধর করা হয়। শ্লীলতাহানি করা হয়। আমার বুকে-পেটে লাথি মারে ওরা।”