Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অপহরণের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

নদিয়ার নাকশিপাড়ার এক ফল ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল দুর্গাপুরের এক তৃণমূল নেতাকে। মঙ্গলবার গভীর রাতে অশোক সাহা ওরফে লিটন নামে ওই নেতা-সহ আরও দু’জনকে গ্রেফতার করে নাকাশিপাড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ফল ব্যবসায়ী লিটনের পূর্ব পরিচিত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ১৬:৩১
Share: Save:

নদিয়ার নাকশিপাড়ার এক ফল ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল দুর্গাপুরের এক তৃণমূল নেতাকে। মঙ্গলবার গভীর রাতে অশোক সাহা ওরফে লিটন নামে ওই নেতা-সহ আরও দু’জনকে গ্রেফতার করে নাকাশিপাড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ফল ব্যবসায়ী লিটনের পূর্ব পরিচিত। তবে তাঁকে কেন এবং কীভাবে অপহরণের পরিকল্পনা করলেন লিটন তা এখনও খুব স্পষ্ট হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর থেকে অপহরণ করা হয় শঙ্কর দাস নামে এক ফল ব্যবসায়ীকে। তাঁকে নিয়ে আসা হয় দুর্গাপুরের বিধাননগর এলাকার একটি হোটেলে। সেখান থেকেই শঙ্করবাবুর স্ত্রীকে ফোন করে বলা হয়, ৮ লক্ষ টাকা নিয়ে দেখা করতে।

শঙ্করবাবুর স্ত্রী গোটা ঘটনা পুলিশকে জানালে, নাকাশিপাড়া থানা ওই মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে বিধাননগরে গিয়ে পৌঁছয় এবং সেই সূত্রেই শেষ পর্যন্ত লিটনকে গ্রেফতার করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nadia Police trinamool tmc durgapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE