দলেরই দুই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অনুগামীদের নিয়ে থানার সামনে অবস্থান বিক্ষোভ করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্য আনারুল হক ওরফে বিপ্লব।
রবিবার বিকেলে শমসেরগঞ্জ থানার সামনে প্রায় দু’ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান তিনি। বিপ্লবের অভিযোগ, দুই তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম ও মনিরুল ইসলামের মদতে জাহাঙ্গির হোসেন নামে এক যুবক তাঁর বিরুদ্ধে পাঁচ কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলে একটি ভিডিয়ো ভাইরাল করেছেন।
যদিও অভিযোগ অস্বীকার করে আমিরুল বলেন, “জাহাঙ্গির পাঁচ কোটি টাকা পাবেন। টাকা চাইতে গেলে তাঁকে আটকে রাখা হয় বলে জাহাঙ্গির নিজেই অভিযোগ করেছেন জঙ্গিপুরের পুলিশ সুপারের কাছে। আমি এই ঘটনায় যুক্ত নই।”
তৃণমূলের আর এক বিধায়ক মনিরুল বলছেন, “বিপ্লব আমাকে কাকা বলে। আমি তার বিরুদ্ধে কাউকে মদত দেব, বিপ্লব কেন এটা বিশ্বাস করল বুঝতে পারছি না।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)