Advertisement
১৯ এপ্রিল ২০২৪

এ বার উদ্ধার আধুনিক অস্ত্র

ডোমকলের এসডিপিও মাকসুদ হাসান বলছেন, ‘‘ডোমকলের গরিবপুর থেকে এক চক্র অস্ত্রের কারবার চালাচ্ছিল। দুজন চক্রের পণ্ডা। নাজিরপুরে বাস থেকে নেমে অপেক্ষা করছিল। সে সময় পুলিশ তাদেরগ্রেফতার করে।’’

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ডোমকল শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ০১:২০
Share: Save:

দু’জন অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেদর কাছ থেকে ৬টি সেভেন এমএম পিস্তল উদ্ধার হয়েছে। শনিবার রাতে ডোমকলের ইসলামপুর থানার নাজিরপুর এলাকা থেকে মিলন মোল্লা ও ইনামুল হককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুজনের বাড়ি ডোমকল থানার নিশ্চিন্তপুর গ্রামে। এর আগে শুক্রবার রাতে ডোমকলের কামুড়দিয়াড় এলাকায় বিছানার তলা থেকে উদ্ধার হয়েছিল ২টি পিস্তল। পর পর দু’দিন ডোমকলের দুটি জায়গা থেকে ৯টি পিস্তল উদ্ধার হওয়ায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসনের কর্তারা। পুলিশ জানায়, খোদ রাজ্য সড়কের পাশে একটি গঞ্জ থেকে ওই দুই কারবারি অস্ত্র-সহ হাতে নাতে ধরল ইসলামপুর থানার পুলিশ।

ডোমকলের এসডিপিও মাকসুদ হাসান বলছেন, ‘‘ডোমকলের গরিবপুর থেকে এক চক্র অস্ত্রের কারবার চালাচ্ছিল। দুজন চক্রের পণ্ডা। নাজিরপুরে বাস থেকে নেমে অপেক্ষা করছিল। সে সময় পুলিশ তাদেরগ্রেফতার করে।’’

পুলিশ সূত্রে জানা গিেয়ছে, অস্ত্র অভিযানে নেমে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে জেলায়। তবে সব থেকে বেশি উদ্ধার হয়েছে ডোমকল মহকুমা এলাকা থেকে। গত এক মাসে প্রায় ৫০ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তবে এত দিন স্থানীয় তৈরি অস্ত্র উদ্ধার হলেও এ বার অত্যাধুনিক স্বয়ংক্রীয় নতুন আগ্নেয়াস্ত্রের সন্ধান পেল পুলিশ। পুলিশের দাবি, ডোমকলের গরীবপুর এলাকা থেকে একটি চক্র বেশ কিছুদিন ধরে অস্ত্রের কারবার চালাচ্ছিল বলে পুলসিশ গোপন সূত্রে জানতে পারে। সম্প্রতি বেলডাঙা থানা এলাকায় এক যুবক অস্ত্র সহ গ্রেফতার হয়। তাকে জেরা করে পুলিশ ওই চক্রের হদিশ পায়। ওই এলাকার ৪ থেকে ৫ জনের একটি দল ওই কারবার চালাচ্ছে। পুলিশ তাদের সন্ধান করছে। ধৃতদের থেকে ৬ টি সেভেন এমএম পিস্তল, ১১ টি ম্যাগজিন ও ১৭ রাউণ্ড গুলি উদ্ধার হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arrest Arms Dealer Ammunition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE