Advertisement
২৪ এপ্রিল ২০২৪

অনুষ্ঠান বয়কট কংগ্রেসের

কাউন্সিলর হিসেবে শপথ নিলেও, পুরপ্রধান নির্বাচন পর্ব বয়কট করলেন রানাঘাট পুরসভার দুই কংগ্রেস কাউন্সিলর। তবে, ওই অনুষ্ঠানে তৃনমূল কাউন্সিলরদের সঙ্গে হাজির ছিলেন সিপিএমের দুই কাউন্সিলর। ২১ ওয়ার্ডের রানাঘাট পুরসভার ভোটে ১৬টি আসন পেয়েছে তৃণমূল। মঙ্গলবার সকালে পুরসভার প্রাঙ্গণে কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান রানাঘাটের মহকুমাশাসক রাজর্ষি মিত্র।

নিজস্ব সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০১:২৭
Share: Save:

কাউন্সিলর হিসেবে শপথ নিলেও, পুরপ্রধান নির্বাচন পর্ব বয়কট করলেন রানাঘাট পুরসভার দুই কংগ্রেস কাউন্সিলর। তবে, ওই অনুষ্ঠানে তৃনমূল কাউন্সিলরদের সঙ্গে হাজির ছিলেন সিপিএমের দুই কাউন্সিলর।

২১ ওয়ার্ডের রানাঘাট পুরসভার ভোটে ১৬টি আসন পেয়েছে তৃণমূল। মঙ্গলবার সকালে পুরসভার প্রাঙ্গণে কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান রানাঘাটের মহকুমাশাসক রাজর্ষি মিত্র। তারপর প্রশাসনের পক্ষ থেকে কাউন্সিলরদের প্রথম সভা ডাকা হয়। সেখানেই পুরপ্রধান নির্বাচনের কথা ছিল। সেই অনুষ্ঠান বয়কট করেন কংগ্রেসের দুই জয়ী কাউন্সিলর -শঙ্কর অধিকারী এবং কাজল চট্টোপাধ্যায়। তাঁদের দাবি, তৃণমূল বিভিন্ন সময়ে কংগ্রেসকে নানা ভাবে অপমান করেছে। তাই আমরা পুরপ্রধান নির্বাচনের ওই অনুষ্ঠান বয়কট করেছি।

এ দিন রানাঘাটের পুরপ্রধান নির্বাচিত হয়েছেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী চট্টোপাধ্যায়। উপ পুরপ্রধান হিসাবে শপথ নিয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয়প্রসাদ মল্লিক। পার্থবাবু বলেন, ‘‘আমরা ওই কাউন্সিলরকে অপমান করিনি। তাই ওঁরা কেন এল না বলতে পারব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

congress councillor ranaghat municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE