Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Teenagers

দুই কিশোরকে গলা কেটে খুন

স্থানীয় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে পড়শি শেরফুল শেখ ও তাঁর তিন ছেলে ইসলাম ও আনজারুলকে সপ্তাহ খানেক আগে খুনের হুমকি দিয়েছিল।

খুনের পরে। নিজস্ব চিত্র

খুনের পরে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২০ ০১:৩৮
Share: Save:

ধারালো অস্ত্রের কোপে দুই কিশোরের কোপে ধড় থেকে মুণ্ডু আলাদা করে দিল দুষ্কৃতীরা। রবিবার বহরমপুরের কাঁঠালিয়া দক্ষিণপাড়ার ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযুক্তেরা ওই দুই কিশোরের পড়শি বলেই মনে করছে পুলিশ ও স্থানীয় মানুষজন। খুনের অভিযোগে ওই পড়শি ও তাঁর তিন ছেলেকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। তাদের প্রিজ়ন ভ্যানে তোলার পরেও গ্রামের লোক গিয়ে মাদর করে। মারধরের সময় এক অভিযুক্ত গ্রামবাসীর কাছে খুনের কথা কবুল করেছে বলে পুলিশ জেনেছে। বহরমপুর থানার পুলিশ জানিয়েছে, মৃতরা হল মানজারুল ইসলাম (১৬) ও তার মাসির ছেলে আনজারুল শেখ (১৬)। তাঁদের বাড়ি একই পাড়ায়।

অভিযোগ, স্থানীয় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে পড়শি শেরফুল শেখ ও তাঁর তিন ছেলে ইসলাম ও আনজারুলকে সপ্তাহ খানেক আগে খুনের হুমকি দিয়েছিল। রবিবার দুপুরে গ্রামের অদূরে বিলের জল থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে।

মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন, ‘‘মাছ ধরাকে কেন্দ্র করে খুন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এই ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে। ইতিমধ্যে ৬ জনের বিরুদ্ধের খুনের অভিযোগ দায়ের হয়েছে। সব কিছু খতিয়ে দেখে অভিযু্ক্তদের গ্রেফতার করা হবে।’’

নিছক মাছ ধরাকে কেন্দ্র করে এই নৃশংস খুন? মানজারুলের মা বানেরা বিবি বলেন, ‘‘আমার ছেলে পায়রা পুষতো। তা নিয়ে মাস ছয়েক আগে ওদের সঙ্গে ঝামেলা হয়েছিল। এ বারে বিলে মাছ ধরায় খুন করে দেবে বলে ছেলেকে হুমকি দেয়। তা বলে সত্যি খুন করে দেবে! ওদের ফাঁসি চাই।’’

মাছ ধরা নিয়ে কেন হুমকি দিচ্ছিল? মৃতদের পরিবার থেকে পড়শিদের দাবি, এবারে অতিরিক্ত বৃষ্টির জেরে মাঠ ঘাট বিল পুকুর জলে একাকার হয়ে গিয়েছে। সেখানে অনেকেই মাছ ধরছেন। ওই বিলে শেরফুল শেখের পুকুর রয়েছে। সেই পুকুরও বিলের সঙ্গে একাকার হয়ে গিয়েছে। তাই সেদিকে মাছ ধরতে যাওয়ায় এই হুমকি। মানজারুলের বাবা আক্কাশ শেখ সৌদি আরবে থাকেন। ফোনে বলেন, ‘‘সপ্তাহ খানেক আগে ছেলে আমাকে ফোন করে জানিয়েছিল মাছ ধরতে যাওয়ায় শেরফুলের ছেলেরা খুনের হুমকি দিচ্ছে। আমি ছেলেকে মাছ ধরতে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু সত্যিই খুন করবে ভাবতে পারিনি।’’ অভিযুক্ত শেরফুলের ছেলে ইরাক শেখ বলেন, ‘‘আমাদের বিরুদ্ধে সব মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Baharampur Teenagers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE