আসন্ন বিধানসভা নির্বাচনে নবদ্বীপ শহরচক্রের প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে হবে না। তাঁরা এর থেকে অব্যহতি পেলেন। তাঁরা তাঁদের পদমর্যাদা অনুযায়ী পোলিং অফিসার হিসাবে নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি নবদ্বীপ শহরের বিভিন্ন স্কুলের শতাধিক প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাকে বিধানসভা ভোটে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি নিয়ে আপত্তি তোলেন শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের বক্তব্য ছিল, প্রাথমিক শিক্ষকদের পদ এবং বেতনক্রম অনুযায়ী ওই দায়িত্ব সামঞ্জস্যপূর্ণ নয়। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে তাঁরা দ্বারস্থ হন জেলা প্রশাসনের। তাঁরা লিখিতভাবে জানান, ‘বিধানসভা নির্বাচন–২০২১’-এ তাঁরা পোলিং অফিসার হিসাবে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।
ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরুর আগেই বিষয়টি নিস্পত্তি করতে শিক্ষক সংগঠনগুলি তৎপর হয়ে ওঠে। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ। শেষপর্যন্ত নবদ্বীপ শহর চক্রের শিক্ষকদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।