স্ত্রী ও দেড় বছরের ছেলেকে খুনের অভিযোগে আনোয়ার গাজি নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে নদিয়ার করিমপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, আনোয়ারের মৃতা স্ত্রীর নাম রুমিয়া খাতুন (৩৫)। ধৃতের তিন বছরের এক মেয়ে গুরুতর জখম অবস্থায় শক্তিগড় জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, ধৃত আনোয়ার করিমপুরের অভয়পুর গ্রামের বাসিন্দা। সে কেরলে কাজ করত। শনিবার রাতেই আনোয়ার বাড়ি ফিরেছিল। ঘটনার সময় চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে ঘুমোচ্ছিলেন রুমিয়া।
অভিযোগ, রাতে মদ্যপ অবস্থায় আনোয়ার প্রথমে ঘুমন্ত স্ত্রী ও দেড় বছরের ছেলেকে খুন করে। এর পর তিন বছরের মেয়েকেও খুনের চেষ্টা করে। সে সময় বাকি তিন শিশুর ঘুম ভেঙে যায়। আতঙ্কে চিৎকার করতে থাকে তারা। চিৎকার শুনে আনোয়ারের বাড়িতে জড়ো হয় পড়শিরা। বেগতিক দেখে পালিয়ে যায় আনোয়ার।
পুলিশ জানিয়েছে, রবিবার সকালে মুর্শিদাবাদের বক্সিপুর থেকে আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মদ খাওয়া নিয়ে প্রায়শই অশান্তি হত আনোয়ার ও রুমিয়ার সংসারে। শুধু তাই নয়, স্ত্রীকে সন্দেহও করত আনোয়ার।
নদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) তন্ময় সরকার বলেন, “ধৃতকে জেরা করা হচ্ছে। তদন্তের স্বার্থে আনোয়ারের তিন মেয়ের সঙ্গেও কথা বলা হবে।”