মায়ের মাথা ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ পুত্রের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়। অভিযুক্ত পুত্র পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয়দের দাবি, জমির জন্যই মাকে খুন করেছেন পুত্র।
মৃতার নাম আরমানি বিবি। তাঁর বয়স ৭০ বছর। পুত্র মংলু শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে খাওয়ার পরে ঘুমিয়ে পড়েন বৃদ্ধা। অভিযোগ, তখনই ঘরে প্রবেশ করে ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করেন মংলু। তার পরে সেখান থেকে পালিয়ে যান। প্রতিবেশীরা ছুটে এসে বৃদ্ধাকে মহেশাইল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা আরমানি বিবিকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আরমানি বিবির নামে কিছুটা জমি ছিল। সেই জমি তাঁর নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে চাপ দিচ্ছিলেন অভিযুক্ত মংলু। কিন্তু রাজি হননি আরমানি। তা নিয়ে বেশ কিছু দিন ধরেই মায়ের সঙ্গে বচসা চলছিল মংলুর। কিন্তু আরমানি এক মেয়েকে নিজের কিছুটা জমি লিখে দেন। অভিযোগ, তাতেই ক্ষোভ বাড়তে থাকে ছেলের। সেই আক্রোশে মাকে তিনি খুন করেন বলে অনুমান পুলিশের। বৃদ্ধা যে আবাস যোজনার টাকা পেয়েছিলেন, তা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুত্রের বিরুদ্ধে। মংলুর বিরুদ্ধে সুতির থানায় অভিযোগ দায়ের করেছে বৃদ্ধার পরিবার।