সবে নমাজ শেষ হয়েছে। ইমামের কাছে এগিয়ে এলেন এক বৃদ্ধ। হাতে একটি স্মার্টফোন। ইমামকে বললেন, ‘‘কী করে এই ফোন চালাতে হয় আমি জানি না। কিন্তু বারবার মোবাইলে একটা ছবি ভেসে উঠছে। কিছু লেখাও আসছে। তা আমি পড়তে পারছি না।’’ থতমত ইমামও। তিনিও স্মার্টফোন ব্যবহারে একেবারেই সিদ্ধহস্ত নন। তিনি বৃদ্ধকে বললেন, ‘‘আপনি এটা কোনও ভাল দোকানে নিয়ে যান। ওরা আপনাকে শিখিয়ে দেবে।’’ কিন্তু বৃদ্ধ নাছোড়। তিনি ইমামকেই কেবল বিশ্বাস করেন। অন্য কারও কাছে এই ফোন দিতে চান না। এই ফোন তাঁর ছেলে ব্যবহার করত। এই ফোনের মাধ্যমে ছেলে টাকা লেনদেনও করত। এখন ফোনটি সে বাবাকে দিয়ে ভিন রাজ্যে গিয়েছে। তাই বৃদ্ধ পিতা ইমাম ছাড়া আর কাউকে ফোন দেবেন না।
রানিনগরের একটি মসজিদের এক ইমাম এই কাহিনি শুনিয়ে বললেন, ‘‘দিনকাল বদলেছে। তাই স্মার্টফোন, কম্পিউটার সম্পর্কে আমাদেরও জানতে হবে। তা জানার জন্যই প্রশাসনের দ্বারস্থ হতে হবে।’’
এই চিন্তা আরও বেশি করে বেড়েছে এনআইএ এবং এসটিএফ-এর অভিযানের পরে। জেলা থেকে ১০ যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের সকলেরই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। স্মার্টফোনের মাধ্যমে সোশ্যাল সাইটে যোগাযোগ রক্ষা করা হত, এমন অভিযোগ উঠেছে। তার পরপরই ডোমকল ও জলঙ্গির অনেকেই নানা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে এসেছেন। তাঁদের বক্তব্য, ভুল করে কোনও বিপজ্জনক গ্রুপে ঢুকে পড়ছেন কি না, তা পর্যন্ত তাঁরা বুঝতে পারছেন না। কোথায় ফাঁদ পাতা রয়েছে, তা বোঝা শক্তও।