Advertisement
০৭ মে ২০২৪

স্কুল ছুটি রেখে নশিপুরে শুভেন্দুর কর্মিসভা, বিতর্ক

রানিতলা থানা এলাকার নশিপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় ছুটি দিয়ে বৃহস্পতিবার তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর কর্মিসভা হল।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৫ ০১:০৪
Share: Save:

রানিতলা থানা এলাকার নশিপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় ছুটি দিয়ে বৃহস্পতিবার তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর কর্মিসভা হল। ওই স্কুলের প্রধানশিক্ষক সাগির হোসেন রাজ্য তৃণমূলের সহ-সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের পূর্বতন সভপতি। তাঁর নির্দেশে ও ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতির নির্দেশে ছুটি দিয়ে দলীয় সভা করা হয়েছে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় (মাধ্যমিক) পরিদর্শক পূরবী বিশ্বাস বলেন, ‘‘ওই স্কুলের এ দিনের ছুটির বিষয়ে আমার কাছ থেকে কেউ কোনও অনুমতি নেয়নি। আমি জানিও না ঘটনাটি। এ ভাবে স্কুল ছুটি দেওয়া যায় না। কোনও লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।’’

স্কুল সূত্রে জানা গিয়েছে, গত ৪ দিন ধরে ছুটিতে আছেন প্রধানশিক্ষক সাগির হোসেন। ফলে ওই স্কুলের দায়িত্বে আছেন সহকারি প্রধানশিক্ষক নহিরুদ্দিন শেখ। এ দিনের ছুটির বিষয়ে তিনি বলেন, ‘‘আগামী ৩০ অগস্ট প্রাইমারির টেট পরীক্ষা। এই স্কুল সেই পরীক্ষার একটি কেন্দ্র। তাই টেট পরীক্ষার প্রস্তুতির জন্য প্রধানশিক্ষক ও পরিচালন সমিতির সভাপতির নির্দেশে স্কুল এ দিন ছুটি দেওয়া হয়েছে।’’ ৩০ অগস্ট টেট পরীক্ষা। তার ১০ দিন আগে ২০ অগস্ট তৃণমূলের সভার দিন টেটের কোন প্রস্তুতির জন্য স্কুল ছুটি দেওয়া হয়েছে? কোনও সদুত্তর দিতে না পেরে সহকারি প্রধানশিক্ষক নহিরুদ্দিন শেখ বলেন, ‘‘বুধবার কলকাতা থেকে ফোনে প্রধানশিক্ষক বৃহস্পতিবার টেটের প্রস্তুতির জন্য স্কুল ছুটি দিতে বলেন। সেই মতো ছুটি দিয়েছি।’’

একই ব্যাখ্যা নশিপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকেরও। তিনিও স্কুল ছুটির বিষয়ে প্রথমে টেটকেই ঢাল করেন। পরে আব্দুর রাজ্জাক বলেন, ‘‘প্রধানশিক্ষককে জিজ্ঞাসা করুন। তিনিই ঠিকঠাক বলতে পারবেন।’’ সাগির হোসেনের কিন্তু এ বিষয়ে অতি সংক্ষিপ্ত জবাব, ‘‘৪ দিন ধরে স্কুলে যাইনি।’’ অর্থাৎ ছুটিতে থাকা প্রধানশিক্ষক তাঁর নিজের স্কুলের বেআইনি ছুটির বিষয়ে ব্যাখ্যা দিতে না পারলেও ‘ব্যাখ্যা’ মিলেছে পূর্ব মেদিনীপুরের তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারীর কাছ থেকে।

শুভেন্দু অধিকারী বলেন, ‘‘তৃণমূল কখনও স্কুল ছুটি দিয়ে সভা করে না। করতে পারে না। টেট পরীক্ষার প্রস্তুতির জন্য স্কুল ছুটি দেওয়া হয়েছে।’’ যদিও স্কুলের কোথাও কিন্তু এ দিন টেট পরীক্ষার কোনও রকম প্রস্তুতির চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তৃণমূলের কর্মিসভায় স্কুলের পোশাকে হাজির ছিল বেশ কিছু ছাত্রছাত্রী। তাদের কথায়, ‘‘তৃণমূলের মিটিং-এর জন্য বৃহস্পতিবার স্কুল ছুটি থাকবে বলে বুধবারই আমাদের জানিয়ে দিয়েছিলেন শিক্ষকরা। তবে স্কুল ছুটি থাকলেও কয়েক জন স্যার আমাদেরকে সভায় আসতে বলেছিলেন। তাই এসেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE