Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বালকের মৃত্যু ঘিরে উত্তপ্ত হাসপাতাল

ছেলে মারা গিয়েছে হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতেই। সোমবার এই অভিযোগে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ দেখাল মৃত বালকের পরিবারের লোকজন। আর, তার জেরেই এ দিন সন্ধ্যে থেকে রাত পর্যন্ত হাসপাতাল থাকল পুলিশের ঘেরাটোপে।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০০:৫১
Share: Save:

ছেলে মারা গিয়েছে হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতেই। সোমবার এই অভিযোগে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ দেখাল মৃত বালকের পরিবারের লোকজন। আর, তার জেরেই এ দিন সন্ধ্যে থেকে রাত পর্যন্ত হাসপাতাল থাকল পুলিশের ঘেরাটোপে।

এ দিন, শামিম শেখ (৭) নামে ভাকুড়ি মসজিদপাড়ার ওই বালককে হাসপাতালে নিয়ে আসা হয় দুপুরে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সকালে হাতুড়ে ডাক্তার শামিমের সুন্নত করে। তার পরেই রক্তপাত শুরু হয় তার। ওই অবস্থায় দুপুর পর্যন্ত বাড়িতেই ফেলে রাখা হয়েছিল তাকে। রক্ত বন্ধ না হওয়ায় শেষ পর্যন্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় শামিমকে। বালকের কাকা হবিবুর রহমান বলেন, ‘‘ভর্তির পর প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পরে থাকে শামিম। চিকিৎসক এসে অস্ত্রোপচার করার কথা জানান। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরেই মারা যায় সে।’’ এদিকে মৃত্যুর কথা শুনে আত্মীয়-স্বজন থেকে পাড়া-প্রতিবেশী সকলেই উত্তেজিত হয়ে পড়েন। আসে পুলিশ বাহিনী। রাতের দিকে বাড়ির লোকজনকে জানানো হয় শামিমের মৃত্যুর খবর। গোটা বিষয়টি জানিয়ে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে মৃতদেহের ময়নাতদন্ত হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE