মৃত স্ত্রীকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ফেলে পালিয়ে বেশি দূর যেতে পারলেন না স্বামী সীতাংশু দেবনাথ। স্ত্রীকে খুনের অভিযোগে পুিলশ বৃহস্পতিবার গভীর রাতে ইছাপুরের তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করল। বুধবার সন্ধ্যায় নবদ্বীপের মালঞ্চ পাড়ায় শ্বশুরবাড়িতে পুনম হালদারকে (২১) খুন করা হয় বলে অভিযোগ। ওই রাতে পুনমদেবীর বাবা সাধন হালদারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন সীতাংশুর বাবা জীবনকৃষ্ণ দেবনাথ, মা গঙ্গা দেবনাথ এবং ভগ্নিপতি অরূপ চক্রবর্তী।