টাকাপয়সা নিয়ে মারামারির জেরে জখম হলেন এক ব্যক্তি। শুক্রবার সকালে কোতোয়ালির শিমূলতলার ঘটনা। জখম জন্টি হালদার নামে ওই যুবককে শক্তিনগর জেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি ওই এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশি কিছুদিন আগে ওই এলাকারই বাসিন্দা বাবলু ভৌমিক নামে এক ব্যবসায়ী জন্টির কাছে থেকে সুদে টাকা ধার নেন। সেই টাকা পরিশোধ করা নিয়ে গণ্ডগোলের জেরে বাবলুবাবুকে মারধর করেন জন্টি ও তাঁর দলবল। জখম বাবলুবাবুকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করতে হয়। বৃহস্পতিবার তিনি বাড়ি ফেরেন। শুক্রবার সুমিত ঘোষ এক ব্যক্তি ও তার দলবল বাবলুবাবুকে দেখেতে যাচ্ছিলেন। পথে জন্টিকে দেখতে পেয়ে তাঁর উপরে চড়াও হয়। জখম হন জন্টি। থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তেরা পলাতক বলে পুলিশ জানিয়েছে।