Advertisement
২৯ মার্চ ২০২৩

অস্বাভাবিক মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক কলেজ পড়ুয়ার। মৃতের নাম সৌরভ দাস (১৯)। তাঁর বাড়ি নদিয়ার তাহেরপুরের ঘোষপাড়ায়। শনিবার সকালে নিজের ঘর থেকে সৌরভের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৫ ০০:৪৭
Share: Save:

অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক কলেজ পড়ুয়ার। মৃতের নাম সৌরভ দাস (১৯)। তাঁর বাড়ি নদিয়ার তাহেরপুরের ঘোষপাড়ায়। শনিবার সকালে নিজের ঘর থেকে সৌরভের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস দেড়েক আগে কলকাতার একটি অভিনয় শেখার স্কুলে সৌরভ ভর্তি হন। রানাঘাট কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র সৌরভের পরিবারের দাবি, ওই স্কুলের তরফে সৌরভকে একটি টিভি সিরিয়ালে মিনিট কয়েকের জন্য দর্শকের ভূমিকায় অভিনয় করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সৌরভ তাতে সন্তুষ্ট ছিলেন না। তিনি অন্য একটি অভিনয়ের স্কুলে ভর্তি হতে চেয়েছিলেন। তার জন্য দরকার ছিল সাড়ে দশ হাজার টাকা।

সৌরভের বাবা শিবশঙ্কর দাসের স্থানীয় বাজারে একটি সাইকেল মেরামতির দোকান রয়েছে। মা শান্তিদেবী বিড়ি শ্রমিক। শিবশঙ্করবাবু জানান, মাস দেড়েক আগে সৌরভ সাড়ে সাত হাজার টাকা দিয়ে কলকাতার ওই অভিনয় স্কুলে ভর্তি হন। তারপর রানাঘাট কলেজে ভর্তি করাতেও বেশ কিছু টাকা খরচ হয়েছে। এরই মধ্যে ফের সাড়ে দশ হাজার টাকা দেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না। সেটা জানার পরেই সৌরভ কয়েকদিন থেকে চুপচাপও হয়ে গিয়েছিল।

শিবশঙ্করবাবু বলেন, ‘‘এলাকায় কী ভাবে চাউর হয়ে গিয়েছিল যে, সৌরভ টিভি সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছে। কিন্তু বাস্তবে তেমনটা না হওয়ায় সৌরভ হয়তো খুব ভেঙে পড়েছিল। কিন্তু আমরা সে ভাবে বুঝতেও পারিনি। এখন আমাদের মনে হচ্ছে, লোকজন ও তার বন্ধুরা কী ভাববে, সেটা ভেবেই হয়তো ও এমন কাণ্ড ঘটিয়েছে।’’ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই কলেজ পড়ুয়া। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.