রিল তৈরির নেশায় প্রাণ গেল যুবকের। ট্রেন লাইনে দাঁড়িয়ে মোবাইলে ভিডিয়ো করতে গিয়ে ট্রেনের ধাক্কা মৃত্যু হয় ওই যুবকের। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুজনিপারা রেলস্টেশন সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মুর্শিদাবাদের সুজনিপারা এবং নিমতিতা রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় রিল বানাচ্ছিলেন এক যুবক। পিছনে আসছিল ডাউন মালদহ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার। বারবার হর্ন দিলেও তা শুনতে পাননি যুবক। সরেননি লাইন থেকে। ট্রেন গতিতে থাকায় চালক ব্রেক কষতে পারেনি। ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে এলাকায়। ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। পর পর দাঁড়িয়ে যায় ট্রেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ম মেনে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে মৃতের নাম-পরিচয় কিছু জানা যায়নি।