Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সিলিন্ডার ফেটে মৃত

হরিহরপাড়া থানার ভজরামপুরের এক বিএড কলেজে রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম তুলসি মণ্ডল (৪০)। বাড়ি রেজিনগর থানার ঝিকড়া গ্রামে। জখম হয়েছেন কলেজের কর্মী পরজিৎ তপাদার, গুপিনাথ তপাদার ও ফেন্সি মণ্ডল। তাঁরা ভজরামপুরের বাসিন্দা। সোমবার দুপুরে রান্না করতে গিয়ে তুলসী দেখেন সিলিন্ডারে গোলমাল রয়েছে। গ্যাসও ভালমতো জ্বলছে না।

নিজস্ব সংবাদদাতা
হরিহরপাড়া শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৫ ০০:০৮
Share: Save:

হরিহরপাড়া থানার ভজরামপুরের এক বিএড কলেজে রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম তুলসি মণ্ডল (৪০)। বাড়ি রেজিনগর থানার ঝিকড়া গ্রামে। জখম হয়েছেন কলেজের কর্মী পরজিৎ তপাদার, গুপিনাথ তপাদার ও ফেন্সি মণ্ডল। তাঁরা ভজরামপুরের বাসিন্দা। সোমবার দুপুরে রান্না করতে গিয়ে তুলসী দেখেন সিলিন্ডারে গোলমাল রয়েছে। গ্যাসও ভালমতো জ্বলছে না। তখন তিনি সহকর্মীদের ডাকেন। তাঁরা এসে সিলিন্ডার নাড়াচাড়া করতেই আচমকা সিলিন্ডার ফেটে যায়। চার জনই গুরুতর জখম হন। তাঁদের হরিহরপাড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করানো হয়। সেখানেই সোমবার রাতে মৃত্যু হয় তুলসি মণ্ডলের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cylinder blast Youth Harihar para tulsi mandal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE