Advertisement
১৭ মে ২০২৪

আইএসএল-এর দিনে ফুটবল প্রতিযোগিতায় মাতল করিমপুর

কলকাতা যখন মত্ত ফুটবলের রাজসূয় ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে, ঠিক তখনই করিমপুরে অনুষ্ঠিত হল একদিনের ফুটবল প্রতিযোগিতা। থানারপাড়া পূর্ব দোগাছি বারিকপাড়া ফুটবল টুর্নামেন্ট কমিটির পরিচালনায় রবিবার ধোড়াদহ ইউনিয়ন হাই স্কুলের মাঠে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল চারটি দল। নদিয়ার মুরুটিয়া জগন্নাথ ক্লাব, বেতাই একাদশ, বেলডাঙা একাদশ ও মুর্শিদাবাদের ডাঙাপাড়া ভাই ভাই ক্লাব হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাতিয়ে দেয় এ দিনের খেলা।

নিজস্ব সংবাদদাতা
করিমপুর শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৪ ০০:৫২
Share: Save:

কলকাতা যখন মত্ত ফুটবলের রাজসূয় ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে, ঠিক তখনই করিমপুরে অনুষ্ঠিত হল একদিনের ফুটবল প্রতিযোগিতা। থানারপাড়া পূর্ব দোগাছি বারিকপাড়া ফুটবল টুর্নামেন্ট কমিটির পরিচালনায় রবিবার ধোড়াদহ ইউনিয়ন হাই স্কুলের মাঠে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল চারটি দল। নদিয়ার মুরুটিয়া জগন্নাথ ক্লাব, বেতাই একাদশ, বেলডাঙা একাদশ ও মুর্শিদাবাদের ডাঙাপাড়া ভাই ভাই ক্লাব হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাতিয়ে দেয় এ দিনের খেলা।

শুরুতে ডাঙাপাড়া ভাই ভাই ক্লাব বেতাই একাদশকে টাইব্রেকারে ২-০ গোলে হারায়। মুরুটিয়া জগন্নাথ ক্লাব বেলডাঙা একাদশকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনালে আবার মুরুটিয়াকে ৪-১ গোলে হারিয়ে মুর্শিদাবাদের ডাঙাপাড়া ভাই ভাই ক্লাব চ্যাম্পিয়ন হয়। দু’দলের হাতে ‘মানিক স্মৃতি কাপ’ তুলে দেওয়া হয়।

এলাকার উদীয়মান ফুটবলার মানিক ইসলাম মাস কয়েক আগে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান। তাঁর স্মৃতিতেই এই খেলার আয়োজন করা হয়। অন্যদিকে করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় সোমবার সিনিয়র প্রথম ডিভিশনের দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলাটি হবে মহিষবাথান মাঠে সেনপাড়া পল্লিশ্রী সঙ্ঘের সঙ্গে দিঘলকান্দি কিশোর সঙ্ঘের। দ্বিতীয়টি খেলাটি করিমপুর রেগুলেটেড মাঠে কেচুয়াডাঙা ক্লাব ও নতিডাঙা তরুণ সঙ্ঘের মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

karimpur isl football manik smriti club
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE