Advertisement
০২ মে ২০২৪

করিমপুরে শুরু জুনিয়র ক্রিকেট লিগ

করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় নদিয়া জেলা চ্যাম্পিয়নশিপ অফ জুনিয়র ক্রিকেট লিগ প্রতিযোগিতা শুরু হল গত ৩০ ডিসেম্বর সোমবার থেকে। ফাইনাল খেলা হবে ১৬ জানুয়ারি ধোড়াদহ মাঠে। এ বছর জুনিয়র লিগের খেলায় এলাকার মোট নয়টি দল অংশ নিয়েছে। নয়টি দলকে দু’টি গ্রুপে ভাগ করে খেলা হবে। গ্রুপ ‘এ’-তে আছে আরবপুর হরিপুর বলরাম স্মৃতি সঙ্ঘ, যমশেরপুর বয়েজ ক্লাব, করিমপুর জামতলা নবারুন সঙ্ঘ, কুচাইডাঙা ভাই ভাই সঙ্ঘ, ও ধোড়াদহ ইয়ুথ ক্লাব এই পাঁচটি দল। গ্রুপ ‘বি’-তে আছে বাকি চারটি দল কুচাইডাঙা তোকিপুর নবজাগরণী ক্লাব, যমশেরপুর ক্রিকেট ক্লাব, করিমপুর জামতলা নবারুন সঙ্ঘ কোচিং সেন্টার ও বালিয়াডাঙা ইয়ংস্টার ক্লাব।

নিজস্ব সংবাদদাতা
করিমপুর শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৪ ০০:২০
Share: Save:

করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় নদিয়া জেলা চ্যাম্পিয়নশিপ অফ জুনিয়র ক্রিকেট লিগ প্রতিযোগিতা শুরু হল গত ৩০ ডিসেম্বর সোমবার থেকে। ফাইনাল খেলা হবে ১৬ জানুয়ারি ধোড়াদহ মাঠে। এ বছর জুনিয়র লিগের খেলায় এলাকার মোট নয়টি দল অংশ নিয়েছে।

নয়টি দলকে দু’টি গ্রুপে ভাগ করে খেলা হবে। গ্রুপ ‘এ’-তে আছে আরবপুর হরিপুর বলরাম স্মৃতি সঙ্ঘ, যমশেরপুর বয়েজ ক্লাব, করিমপুর জামতলা নবারুন সঙ্ঘ, কুচাইডাঙা ভাই ভাই সঙ্ঘ, ও ধোড়াদহ ইয়ুথ ক্লাব এই পাঁচটি দল। গ্রুপ ‘বি’-তে আছে বাকি চারটি দল কুচাইডাঙা তোকিপুর নবজাগরণী ক্লাব, যমশেরপুর ক্রিকেট ক্লাব, করিমপুর জামতলা নবারুন সঙ্ঘ কোচিং সেন্টার ও বালিয়াডাঙা ইয়ংস্টার ক্লাব।

লিগের সব খেলাগুলি হবে কুচাইডাঙ্গা, ধোড়াদহ ও করিমপুর এই তিনটি মাঠে। টুর্নামেন্টের শুরুতে প্রথম দিন গ্রুপ ‘এ’-র খেলায় কুচাইডাঙা মাঠে মুখোমুখি হয়েছিল আরবপুর হরিপুর বলরাম স্মৃতি সঙ্ঘ ও যমশেরপুর বয়েজ ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে যমশেরপুর বয়েজ ক্লাব ৩৫ ওভারে ৭ উইকেটে ২৩২ রান করে। জবাবে আরবপুর হরিপুর বলরাম স্মৃতি সঙ্ঘ সব উইকেট হারিয়ে ১৪২ রান করে। ম্যাচ শেষে ৮০ রানে জিতে যায় যমশেরপুর বয়েজ ক্লাব। ৩০ ডিসেম্বর মঙ্গলবার গ্রুপ ‘বি’-এর দু’টি খেলা হল। ধোড়াদহ মাঠে কুচাইডাঙা তোকিপুর নবজাগরণী ক্লাব বনাম যমশেরপুর ক্রিকেট ক্লাবের খেলায় যমশেরপুর ক্রিকেট ক্লাব ৮ উইকেটে হারিয়ে দেয় কুচাইডাঙা তোকিপুর নবজাগরণী ক্লাবকে। অন্যদিকে করিমপুর রেগুলেটেড মার্কেটের মাঠে করিমপুর জামতলা নবারুন সঙ্ঘ কোচিং সেন্টার বনাম বালিয়াডাঙা ইয়ংস্টার ক্লাবের খেলায় ৪ উইকেটে জয়ী হয় বালিয়াডাঙ্গা ইয়ংস্টার ক্লাব। করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার সম্পাদক সুজিত বিশ্বাস জানান, “ ১১ জানুয়ারি পর্যন্ত লিগ পর্যায়ের খেলা শেষ হবে। পয়েন্টের ভিত্তিতে ‘এ’ গ্রপের চ্যাম্পিয়ন দল ও ‘বি’ গ্রুপের রানার্স দল ১৪ জানুয়ারি একটি সেমিফাইনালে মুখোমুখি হবে ধোড়াদহ মাঠে। আর দ্বিতীয় সেমিফাইনালে করিমপুর মাঠে খেলবে ‘এ’ গ্রপের রানার্স বনাম ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। ১৬ জানুয়ারি জুনিয়র লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ধোড়াদহ মাঠে”। আগামী কাল বুধবার ধোড়াদহ মাঠে লিগের চতুর্থ খেলা হবে করিমপুর জামতলা নবারুন সঙ্ঘ বনাম কুচাইডাঙ্গা ভাই ভাই সঙ্ঘ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

karimpur junior cricket league
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE