Advertisement
০৬ মে ২০২৪

জেলায় রাষ্ট্রপতি, তোড়জোড়

আজকের রাতটি পোহালেই আগামীকাল শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলায় পা রাখবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দ্বারোদঘাটন, উদ্বোধন, শিলান্যাস ও সভা-সমাবেশ মিলে রাষ্ট্রপতির দু’দিনের মুর্শিদাবাদ জেলা সফর বিভিন্ন কর্মসূচিতে ঠাসা।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৪ ০০:৪১
Share: Save:

আজকের রাতটি পোহালেই আগামীকাল শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলায় পা রাখবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দ্বারোদঘাটন, উদ্বোধন, শিলান্যাস ও সভা-সমাবেশ মিলে রাষ্ট্রপতির দু’দিনের মুর্শিদাবাদ জেলা সফর বিভিন্ন কর্মসূচিতে ঠাসা। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, “রঘুনাথগঞ্জের তালাই-এ রবিবারের একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন কেন্দ্রীয় অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি। থাকবেন দেশের সেনাপ্রধানও।”

সফর সূচি অনুসারে শনিবার দুপুর ১২টা নাগাদ কলকাতা থেকে তাঁর কপ্টার নামবে ডোমকল জনকল্যাণ সমিতির মাঠে। সেখানে তিনি ডোমকল গালর্স কলেজের নতুন ভবনের দ্বারোঘাটন করবেন। তারপর দুপুর ২টো নাগাদ রাষ্ট্রপতিকে নিয়ে তিনটি কপ্টারের কনভয় পৌঁছবে বহরমপুর ব্যারাক স্কোয়ার ফিল্ডের হেলিপ্যাডে। ওই দিন দুপুরে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে রয়েছে রাষ্ট্রপতির তিনটি কর্মসূচি। কৃষ্ণনাথ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কল্যাণাক্ষ ঘোষ বলেন, “কলেজের ভিতর আচার্য ব্রজেন্দ্রনাথ শীল নামাঙ্কিত প্রস্তাবিত অডিটোরিয়ামের শিলান্যাস করবেন রাষ্ট্রপতি। রাজা কৃষ্ণনাথের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করার পর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।”

মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রের খবর, কৃষ্ণনাথ কলেজের অনুষ্ঠানের পর তিনি দুপুরের আহার গ্রহণ করবেন বহরমপুর সার্কিট হাউসে। সেখান থেকে আকাশপথে যাবেন জঙ্গিপুরে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে প্রণববাবু ছিলেন জঙ্গিপুরের সাংসদ। বছর ছয়েক আগে জঙ্গিপুরের সাংসদ থাকার সময় তিনি তাঁর প্রয়াত বাবা কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে গ্রামীন ফুটবল প্রতিযোগিতা চালু করেন। রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্কের মাঠে শনিবার বিকাল সাড়ে ৪টে নাগাদ ষষ্ঠ তম বছরের ‘কামদাকিঙ্কর মুখোপাধ্যায় মেমোরিয়াল গোল্ড কাপ রুরাল ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করবেন। মাঠে বসে দু’ ঘণ্টা ধরে সেই খেলা দেখবেন রাষ্ট্রপতি। তার পর তিনি চলে যাবেন রঘুনাথগঞ্জের সোনাটিকরি গ্রামে তাঁর নিজস্ব বাড়ি ‘জঙ্গিপুর ভবন’-এ। ওই বাড়িতেই তিনি শনিবারের রাত কাটাবেন।

রঘুনাথগঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া তালাই গ্রামে রয়েছে এমডিআই (ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট ইনস্টিটিউশন)। পরদিন রবিবার সকাল সাড়ে ১০ টায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং কেন্দ্রীয় অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি এমডিআই-এর নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করবেন। থাকবেন দেশের সেনাপ্রধানও। প্রথম বছরের ছাত্রছাত্রীদের সামনে বক্তৃতা দেবেন। এর পর সড়ক পথে রাষ্ট্রপতি দুপুর সাড়ে ১২টায় পৌঁছবেন নবগ্রাম থানার পলসণ্ডায় ক্যাথলিক চার্চে। আদিবাসীদের জন্য ৪০ শয্যার প্রস্তাবিত ‘দয়া দুয়ার হাসপাতাল’-এর শিলান্যাস করবেন। অনুষ্ঠান শেষে সড়কপথে তালাই গ্রামের হেলিপ্যাডে ফিরে যাবেন। সেখান থেকে তাঁর কপ্টার উড়ে যাবে কলকাতার উদ্দেশে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

president visit murshidabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE