Advertisement
E-Paper

জনসংযোগ বাড়াতে রাজনীতির নেতাদের এখন ভরসা ইফতার

আর দিন দু’য়েক পর খুশির ঈদ। ঈদের দিন এগিয়ে আসার সঙ্গে পাল্লা দিয়ে চলছে ইফতার মজলিস। আদতে মুর্শিদাবাদ জেলা এখন মজে আছে ইফতার মজলিসে। সেই মজলিস শারদোৎসবের মতো ক্রমশ ধর্ম-সম্প্রদায়-রোজদার-অরোজদার নির্বিশেষে সর্বজনীন চেহারা পেতে চলেছে। রাজনৈতিক দলগুলির কাছে ইফতার মজলিস আবার জনসংযোগের অন্যতম মাধ্যমও বটে।

অনল আবেদিন

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৪ ০০:১৪

আর দিন দু’য়েক পর খুশির ঈদ। ঈদের দিন এগিয়ে আসার সঙ্গে পাল্লা দিয়ে চলছে ইফতার মজলিস। আদতে মুর্শিদাবাদ জেলা এখন মজে আছে ইফতার মজলিসে। সেই মজলিস শারদোৎসবের মতো ক্রমশ ধর্ম-সম্প্রদায়-রোজদার-অরোজদার নির্বিশেষে সর্বজনীন চেহারা পেতে চলেছে। রাজনৈতিক দলগুলির কাছে ইফতার মজলিস আবার জনসংযোগের অন্যতম মাধ্যমও বটে।

কোথাও রাজনৈতিক দলের উদ্যোগে, কোথাও রাজনৈতিক দলের শাখা সংগঠনের আয়োজনে, কোথাও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে চলছে ইফতার মজলিসের আয়োজন। বেগুনি-পেঁয়াজির মতো তেলেভাজা থেকে শুরু করে কাজু-কিসমিস, মটন-বিরিয়ানি কিছুই বাদ থাকছে না ইফতরের মেনুতে। রয়েছে ইফতারের পরে একসঙ্গে দেড়-দু’ হাজার মানুষের মাগরিবের নমাজের জমায়েতের ব্যবস্থাও। তার জন্য কোথাও ভাড়া নেওয়া হচ্ছে অনুষ্ঠান বাড়ি, কোথাও স্কুলভবন ও ময়দান, কোথাও আবার বিশাল এলাকা জুড়ে চলছে ম্যারাপ বাঁধার কাজ।

বহরমপুর শহরের সিরাজবাগে তৃণমূলের জেলা কমিটির পতাকা টাঙিয়ে গত শনিবার হাজারখানেক মানুষের ইফতারের আয়োজন করেছিলেন প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। বিক্ষুব্ধ সতীর্থদের জোট গড়তে রেজিনগরের প্রাক্তন বিধায়কের ওই আয়োজন বলে দলের অভ্যম্তরেই গুঞ্জন রয়েছে। হুমায়ুনকে টেক্কা দিতে পরদিন রবিবার রেজিনগরের তকিপুর হাই মাদ্রাসার ময়দানে হাজার দু’য়েক জনতার ইফতার মজলিস করেন বেলডাঙা ২ নম্বর ব্লক (পূর্ব) কংগ্রেস সভাপতি অসিত সিংহ। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার ও স্থানীয় বিধায়ক রবিউল আলম চৌধুরী। জেলা কংগ্রেস নেতা মহফুজ আলম ডালিম বলেন, “ইফতার ও নমাজের শেষে হাজার দু’য়েক জনতা একসঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মঙ্গল কামনা করেন। সাংস্কৃতিক সমন্বয়ের সে এক মহান দৃশ্য!”

বৃহস্পতিবার তৃণমূল প্রভাবিত বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সুতি ২ নম্বর ব্লক কমিটির উদ্যোগে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আহিরণ ক্যাম্পাসে প্রায় ২৫০ জনের ইফতার মজলিস অনুষ্ঠিত হয়। শুক্রবার বহরমপুর শহরের সিরাজবাগে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণময় ইফতার মজলিস। ওই মঞ্চের পক্ষে আশরাফ আলি রাজভি বলেন, “যাবতীয় ফলমূল, তেলেভাজা, জিলিপি ছাড়াও ইফতারের মেনুতে ছিল রুটি-মাংস।” সিরাজবাগের ইফতারে ছিলেন প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর, তৃণমূলের শিক্ষক সংগঠনের জেলা সভাপতি শেখ মহম্মদ ফুরকান ও তৃণমূলের মাদ্রাসা শিক্ষক সংগঠনের জেলা সভাপতি মিজানুল ইসলাম-সহ বিশিষ্ট ব্যক্তিরা। তবে হুমায়ুন কবীর এ দিন লক্ষ্মীপুজোর পুরোহিতের মতোই ব্যস্ত ছিলেন। সিরাজবাগের ইফতার মজলিশকে বুড়ি ছোঁয়া করে তাঁকে ছুটতে হয় বেলডাঙায় তাঁর অনুগামীদের ইফতার সমাবেশে।

আজ, শনিবার বহরমপুর শহরের খাগড়া জিটিআই স্কুল মাঠের ইফতারের আয়োজনে সামিল হতে চলেছেন হাজারেরও বেশি জনতা। কংগ্রেসের সৈয়দাবাদ-কুঞ্জঘাটা কমিটি আয়োজিত ওই ইফতারের মেনুতে বিভিন্ন ফলমূল, তেলেভাজা ও মিষ্টান্ন ছাড়াও থাকছে ‘মটন বিরিয়ানি’। উদ্যোক্তা তথা বহরমপুরের প্রাক্তন কাউন্সিলর হিরু হালদার বলেন, “ইফতার করতে হাজির থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, পুরপ্রধান নীলরতন আঢ্য ও টাউন কংগ্রেস সভাপতি অতীশ সিংহ কাল্টু প্রমুখ বিশিষ্টজন। মহিলারা যাতে বেশি সংখ্যায় হাজির থাকেন সেই দিকে আমাদের বিশেষ নজর রয়েছে।”

পিছিয়ে নেই পুলিশও। পিছিয়ে নেই লালগোলা। রবিবার লালগোলা থানায় অনুষ্ঠিত হতে চলেছে সর্বদলীয় ইফতার মজলিস। লালগোলা ব্লক তৃণমূলের নির্বাহী সভাপতি গৌর পাল বলেন, “গত বুধবার ওসি জামালুদ্দিন মণ্ডল সর্বদলীয় বৈঠক করেন। আগামী রবিবার সর্বদলীয় ইফতার মজলিসের আয়োজন করা হবে বলে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” লালগোলা পুলিশ আয়োজিত সেই ইফতারে প্রায় হাজারখানেক মানুষ যোগ দেবেন বলে দাবি উদ্যোক্তাদের।

iftar berhampore anal abedin public relations
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy