পরীক্ষা ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশনের। প্রশ্নপত্র দেওয়া হল কম্পিউটার সায়েন্সের। সোমবার এমন ঘটনার সাক্ষী রইলেন শান্তিপুর কলেজের বেশ কিছু পরীক্ষার্থী। ভুল প্রশ্নপত্র পেয়ে এঁদের অনেকে ঠিক মতো পরীক্ষাই দিতে পারেননি। অনেকে সাদা খাতা জমা দিয়েছেন।
সোমবার বিএসসি-র পার্ট ১ পরীক্ষা ছিল। শান্তিপুর কলেজের বেশ কিছু পরীক্ষার্থীর সিট পড়েছে দ্বিজেন্দ্রলাল কলেজে। পরীক্ষা শুরুর পরে কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর প্রশ্নপত্রের পরিবর্তে কম্পিউটার সায়েন্সের প্রশ্নপত্র দেওয়া হয়। প্রশ্নপত্র হাতে পেয়েই আপত্তি জানান পড়ুয়ারা। এ নিয়ে বিভ্রান্তির কথা মেনেছেন দ্বিজেন্দ্রলাল কলেজ কর্তৃপক্ষ। কলেজের টিচার-ইন-চার্জ বিশ্বনাথ শুকুল বলেন, ‘‘পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের বিষয় অনুযায়ী প্রশ্ন দেওয়া হয়েছে। সেটাই নিয়ম। ভুল হয়ে থাকলে সেটা অ্যাডমিট কার্ডে।’’
অ্যাডমিট কার্ডের কারণেই যে এই বিভ্রান্তি তা মেনে নিচ্ছেন পড়ুয়ারাও। শান্তিপুর এলাকার কয়েক জন পরীক্ষার্থী জানান, শনিবার তাঁরা অ্যাডমিট হাতে পেয়ে দেখতে পান কম্পিউটার অ্যাপ্লিকেশন এর বদলে কম্পিউটার সায়েন্স লেখা! এক পরীক্ষার্থীর কথায়, ‘‘ফোনে শান্তিপুর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে পরীক্ষার দিনে অসুবিধে হবে না বলে আশ্বাস দেন।’’ সেই মতো পরীক্ষা দিতে এসে অন্য বিষয়ের প্রশ্নপত্র পান। এক পরীক্ষার্থীর কথায়, ‘‘আমরা তো কম্পিউটার সায়ন্স বিষয়ে কিছুই জানি না। সাদা খাতা জমা দিয়ে আসতে হয়েছে।’’ এর জেরে বছর নষ্টের আশঙ্কায় ভুগছেন অনেক পরীক্ষার্থী।
শান্তিপুর কলেজের অধ্যক্ষ চন্দ্রিমা ভট্টাচার্য বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সঞ্জীবকুমার দত্ত বলেন, ‘‘পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’’