Advertisement
২১ মে ২০২৪

ব্যক্তিগত আক্রমণে কর্মীদের মানা বিমানের

লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে ভোট চাইতে গিয়ে কর্মীদের ‘নমনীয় হওয়ার’ পরামর্শ দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বারণ করলেন ব্যক্তিগত আক্রমণে। রবিবাসরীয় সকালে বহরমপুর এফইউসি ময়দানে মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টের কর্মিসভায় বিমান বসু বলেন, “ব্যক্তিগত আক্রমণ করবেন না।

বহরমপুরের কর্মিসভায় বিমান বসু।  ছবি: গৌতম প্রামাণিক।

বহরমপুরের কর্মিসভায় বিমান বসু। ছবি: গৌতম প্রামাণিক।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ১০ মার্চ ২০১৪ ০০:৩২
Share: Save:

লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে ভোট চাইতে গিয়ে কর্মীদের ‘নমনীয় হওয়ার’ পরামর্শ দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বারণ করলেন ব্যক্তিগত আক্রমণে। রবিবাসরীয় সকালে বহরমপুর এফইউসি ময়দানে মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টের কর্মিসভায় বিমান বসু বলেন, “ব্যক্তিগত আক্রমণ করবেন না। ব্যক্তিগত আক্রমণ করলে হাততালি পড়ে বেশি। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গী হওয়া উচিতহাততালি নয়, মন জয় করতে হবে মানুষের।” তিনি বলেন, “মুর্শিদাবাদ জেলায় তৃণমূল শক্তি বাড়াতে চাইছে। কিন্তু জেলায় মূল শক্তি কংগ্রেস। এই অবস্থায় বামফ্রন্টের প্রার্থীদের জয়ী করতে হলে পাড়া ও গ্রাম বৈঠকের উপরে জোর দিতে হবে। ভোটারদের কথা মন দিয়ে শুনতে হবে। আলাপচারিতা করতে হবে।” এদিন কর্মিসভায় বিমানবাবু যেমন এনডিএ এবং ইউপিএ সরকারের কাজের সমালোচনা করেন, তেমনই তৃণমূলের সন্ত্রাসের কথা বলে ‘বাম ঐক্য’ সুদৃঢ় করার উপরে জোর দেন তিনি। তাঁর কথায়, “আসন্ন লোকসভা ভোটে বামপন্থী অকংগ্রেসী ও অবিজেপি তৃতীয় ফ্রন্ট গড়ে তোলা হয়েছে। ওই তৃতীয় ফ্রন্টের কাঠামো এখনও ঠিক হয়নি। ওই কাঠামো নিয়ে আলোচনা চলছে।” এদিনের কর্মিসভায় আরএসপি-র ক্ষিতি গোস্বামী, সিপিএমের মইনুল হাসান-সহ মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা কেন্দ্রের বামফ্রন্টের তিন জন প্রার্থী হাজির ছিলেন।

এ দিনই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে রঘুনাথগঞ্জ রবীন্দ্রভবনে কর্মিসভা করেন বিমান বসু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

beharampur biman basu ellection
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE