Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বাড়িতে চড়াও হয়ে মহিলার গায়ে কেরোসিন, নালিশ

মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি। এ বার ওই যুবকের মায়ের অভিযোগ, নিহত মেয়েটির মা টাকা দাবি করে তাঁর বাড়ি চড়াও হয়ে তাঁকে মারধর করে চুল কেটে নিয়েছেন। স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন কালীগঞ্জের কবিতা সাহা। বৃহস্পতিবার পুলিশ মারধর, খুনের চেষ্টা ও চুল কেটে নেওয়ার অভিযোগের তদন্ত শুরু করেছে।

নিজস্ব সংবাদদাতা
কালীগঞ্জ শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৩১
Share: Save:

মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি। এ বার ওই যুবকের মায়ের অভিযোগ, নিহত মেয়েটির মা টাকা দাবি করে তাঁর বাড়ি চড়াও হয়ে তাঁকে মারধর করে চুল কেটে নিয়েছেন। স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন কালীগঞ্জের কবিতা সাহা। বৃহস্পতিবার পুলিশ মারধর, খুনের চেষ্টা ও চুল কেটে নেওয়ার অভিযোগের তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস ছ’য়েক আগে দেবগ্রাম পুলিশ ফাঁড়ির অদূরে রুণু লাহার বছর পনেরোর মেয়ে পূজা লাহা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ওই ঘটনায় পড়শি যুবক শোভন সাহার নাম জড়ায়। খুনের অভিযোগে শোভন এখন বিচারাধীন বন্দি। কবিতাদেবীর দাবি, বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে আসেন পূজার মা রুণু লাহা, বাবা সুজিত লাহা, বিজেপি নেতা চন্দ্রনাথ গড়াই ওরফে চাঁদু ও স্থানীয় বাসিন্দা অমিত দত্ত। অভিযোগ, রুণুদেবী ওই মামলা তোলার জন্য কবিতাদেবীর কাছ থেকে সাত লক্ষ টাকা দাবি করেন। চন্দ্রনাথ ও অমিত সেই দাবিকে সমর্থন জানায়। অভিযোগ, এতেই রুণু ও তাঁর সঙ্গে থাকা লোকজন রেগে যান।

শোভনের বাবা চাকরি সূত্রে বাইরে থাকেন। ওই রাতে বাড়িতে কবিতাদেবী একা ছিলেন। পুলিশের কাছে তিনি জানান, তিনি টাকা দিতে না পারায় তাঁকে মারধর করে চুল কেটে দেওয়া হয়। এমনকী তাঁর গায়ে কেরোসিনও ঢেলে দেয় ওই চার জন। সঙ্গে চল্লিশ হাজার নগদ টাকা ও চার ভরি সোনায় গয়নাও হাতিয়ে নিয়েছে। ঘটনার কথা জানতে পেরে দেবগ্রাম ফাঁড়ির পুলিশকর্মীরা ওই মহিলার বাড়িতে গিয়ে অবশ্য বাড়িতে আর কারওকে দেখতে পায়নি। তবে ওই মহিলার গায়ে কেরোসিনের তীব্র গন্ধ ছিল। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

শুক্রবার সন্ধ্যায় কবিতাদেবী নদিয়া জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনায় শাসকদল বিজেপির বিরুদ্ধে সালিশি সভা বসানোর অভিযোগ তুলেছে। স্থানীয় বিধায়ক তৃণমূলের নাসিরুদ্দিন আহমেদ বলেন, “চন্দ্রনাথ এলাকায় প্রায়ই গা-জোয়ারি করে। এই ঘটনায় ওর গ্রেফতারি দাবি করছি।” অন্যদিকে বিজেপি-র তরফে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে কালীগঞ্জ ব্লক বিজেপি-র সভাপতি জয়নারায়ণ ভট্টাচার্য বলেন, “অভিযুক্তদের মধ্যে চন্দ্রনাথ ছাড়া বাকিরা পূজা লাহা খুনে সাক্ষী। তাই কবিতাদেবী মিথ্যা অভিযোগ করে ছেলেকে বাঁচাতে চাইছেন।” তাঁর প্রশ্ন, সালিশি সভা কখনও অত রাতে বসে? প্রতিবেশী কেউ কেন ওই সভায় থাকলেন না? শাসকদল মিথ্যা অভিযোগে তাঁদের পঞ্চায়েত সদস্যকে ফাঁসাতে চাইছে, পাল্টা অভিযোগ করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kaliganj runu laha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE